Current Bangladesh Time
সোমবার ডিসেম্বর ২৯, ২০২৫ ৬:৫৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ডিএমপি পুলিশের সূত্রের ভিত্তিতে জানানো হয়েছে, মেঘালয়ে দু’জন আটক 
Monday December 29, 2025 , 12:19 pm
Print this E-mail this

ওসমান হাদি হত্যাকাণ্ড : অপরাধীকে গ্রেপ্তারে ভারত সরকারের পূর্ণ সহযোগিতা কামনা

ডিএমপি পুলিশের সূত্রের ভিত্তিতে জানানো হয়েছে, মেঘালয়ে দু’জন আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : শহীদ ওসমান হাদি হত্যা মামলার প্রধান দুই সন্দেহভাজন ফয়সাল করিম ও আলমগীর শেখকে সীমান্ত পার করে ভারতে পৌঁছে দিতে যারা সহযোগিতা করেছে, তাদের মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতেই জানানো হয়েছে যে, এই হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট অপরাধীরা সীমান্ত অতিক্রম করেছে। ডিএমপি পুলিশ আরও জানিয়েছে, তারা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছে যে ভারতের মেঘালয়ে হাদির দুই হত্যাকারীকে সহযোগিতা করা-এমন দু’জনকে আটক করা হয়েছে। তবে এ বিষয়ে তাদের কাছে কোনো প্রত্যক্ষ প্রমাণ ছিল না; শুধুমাত্র সূত্রের বরাত দিয়েই গণমাধ্যমকে বিষয়টি অবগত করা হয়। রোববার মেট্রোপলিটন পুলিশের ডিসি মিডিয়া তালেবুর রহমান এসব কথা বলেন। এছাড়া সীমান্তবর্তী এলাকার একাধিক সূত্র জানিয়েছে, এই অপরাধীদের ভারতে প্রবেশ ও আশ্রয় দিতে সহযোগিতা করেছে-এমন দুই ব্যক্তিকে মেঘালয় কর্তৃপক্ষ আটক করেছে। এই তথ্যের ভিত্তিতেই ওই দুই ব্যক্তিকে আটকের খবর প্রকাশ করা হয়েছে। আমরা বিশ্বাস করি, সংশ্লিষ্ট সকল অপরাধীকে গ্রেপ্তার করে বাংলাদেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে ভারত সরকার পূর্ণ সহযোগিতা করবে।




Archives
Image
অবরুদ্ধ তাইওয়ান, ব্যাপক আকারে সামরিক মহড়া চালাচ্ছে চীন
Image
হাদি হত্যায় ৫ বাংলাদেশি আটক পশ্চিমবঙ্গে? জবাব দিল রাজ্য পুলিশ
Image
ডিএমপি পুলিশের সূত্রের ভিত্তিতে জানানো হয়েছে, মেঘালয়ে দু’জন আটক
Image
কুয়াকাটায় কোম্পানির অফিসে অগ্নিসংযোগ!
Image
বরিশাল-ঢাকা রুটের সকল লঞ্চ চলাচল বন্ধ