Current Bangladesh Time
বুধবার মে ১৫, ২০২৪ ১০:৩৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঝড়ের সময় জন্ম নেয়া মেয়ের নাম রাখা হলো ‘ফণী’! 
Saturday May 4, 2019 , 6:41 pm
Print this E-mail this

ঝড়ের সময় জন্ম নেয়া মেয়ের নাম রাখা হলো ‘ফণী’!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : চারদিকে যখন বয়ে চলেছে ঝড়ের তাণ্ডব। ভেঙ্গে পড়ছে গাছপালা। ১৭০ থেকে ১৭৫ কিলোমিটার বেগে চলছে হাওয়া। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয় মানুষ জনকে। এমন সময়েই ভারতে জন্ম নিল ফুটফুটে এক কন্যাশিশু। ঝড়ের মধ্যেই মেয়ের জন্ম। আর ঝড়ের মধ্যে জন্ম নেয়ায় শিশুটির নাম ঘূর্ণিঝড়ের সঙ্গে মিলিয়ে রাখা হয় ‘ফণী’। ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, ঊড়িশার রাজধানী ভুবনেশ্বরের রেলওয়ে হাসপাতালে শুক্রবার স্থানীয় সময় বেলা ১১টা ৩ মিনিটে জন্ম নেয় শিশুটি। শিশুটির মা মঞ্চেশ্বর রেলওয়ের কোচ মেরামত ওয়ার্কশপের কর্মচারী। মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। নিউজ ১৮ খবরে বলা হয়, ঊড়িশার উপকূলে ভয়ঙ্কর ঝড়ের কথা আগেই বলা হয়েছিল। আর এই সময়টা সন্তান প্রসবের ডেট দেয়া হয়েছিল ওই মহিলার। চিন্তায় পড়ে গিয়েছিলেন তিনি। কিন্তু উপায় না পেয়ে ভুবনেশ্বর রেল হাসপাতালে গিয়েছিলেন। শেষপর্যন্ত সেই হাসপাতালেই জন্ম নেয় কন্যাশিশুটি। ঘূর্ণিঝড় ‘ফণী’ বাংলাদেশের দেয়া নাম। এর অর্থ সাপ বা ফণা তুলতে পারে এমন প্রাণী। ইংরেজিতে (Fani) লেখা হলেও এর উচ্চারণ ‘ফণী’।




Archives
Image
নতুন করে আস্থার সম্পর্ক গড়তেই এ সফর : ডোনাল্ড লু
Image
বরিশালে সিনথিয়ার দায়িত্ব নিলেন ইউএনও ফারিহা
Image
উপজেলা ভোটে আচরণবিধি ভঙ্গের অভিযোগ এমপি পঙ্কজ নাথের বিরুদ্ধে
Image
বরিশালে ধর্ষণের পর শিশুকে হত্যা, পিতা-পুত্র গ্রেফতার
Image
গুলিস্তানে কিনে ‘পাকিস্তানি কাপড়’ বলে বিক্রি করেন তনি!