Current Bangladesh Time
শনিবার অক্টোবর ১৮, ২০২৫ ৫:০৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঝুঁকিপূর্ণ ঘোষণার ১০ বছর পর বরিশালে ৩৫টি ভবন ভাঙা শুরু 
Friday October 17, 2025 , 11:57 am
Print this E-mail this

প্রভাবশালীদের বাধা ও আইনি জটিলতার কারণে ঝুঁকিপূর্ণ ভবন ভাঙায় বাধা

ঝুঁকিপূর্ণ ঘোষণার ১০ বছর পর বরিশালে ৩৫টি ভবন ভাঙা শুরু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝুঁকিপূর্ণ ঘোষণার ১০ বছর পর ৩৫টি ভবন ভাঙার কার্যক্রম শুরু করেছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) কর্তৃপক্ষ। শুক্রবার (অক্টোবর ১৭) নগরীর সদর রোডের ঝুঁকিপূর্ণ তিন তলা ভবন সাকুর ম্যানশন ভেঙে ফেলার কাজ শুরু করেছে। প্রভাবশালীদের দখলে থাকা এই ভবনটিকে কেন্দ্র করে দীর্ঘ আইনি লড়াই শেষে এই অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। ভবনটি পুরোপুরি অপসারণ করতে এক সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছে বিসিসি। নগরবাসীর নিরাপত্তায় পর্যায়ক্রমে বাকি ভবনগুলো ভাঙা হবে। সপ্তাহখানেক আগে বটতলা এলাকার পরিসংখ্যান অফিস সংলগ্ন এক প্রভাবশালীর ঝুঁকিপূর্ণ ভবন ভাঙা হয়েছে। প্রভাবশালীদের বাধার পাশাপাশি আইনি জটিলতার কারণে এতদিন এসব ঝুঁকিপূর্ণ ভবন ভাঙা সম্ভব হয়নি বলে জানিয়েছে নগরভবন।

বিসিসির প্রশাসনিক বিভাগের তথ্যানুযায়ী, নগরীর বটতলা, সদর রোডসহ ৫৮ বর্গ কিলোমিটার এলাকায় ৩৫টি ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ২০১৩ সালের জরিপে এই ভবনগুলোর বেহাল অবস্থা দেখতে পেয়ে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। ঝুঁকিপূর্ণ ভবনের তালিকায় পুরানোসহ নতুন কয়েক তলা বিশিষ্ট ভবনও রয়েছে। সদর রোডের যে ভবনটি ভাঙা হচ্ছে সেটি ফাটল ধরে পাশের ভবনে হেলে পড়ে আছে।ঝুঁকিপূর্ণ শাকুর ম্যানশনের মালিক নজরুল ইসলাম জানান, ত্রিশ বছর আগে নির্মাণ করা এই ভবনটি ২০১৩ সালে ফাটল দেখা দেয়। এরপর ভবনটি পাশের ভবনে হেলে পড়ে। এরপর বিসিসি ২০১৩ সালে ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে। কিন্তু বছরের পর বছর ধরে তিন ভাড়াটিয়া প্রভাবশালী কাজী মফিজুল ইসলাম, শাহিনুর রহমান ও রুবেল ইসলাম ভবনটি দখল করে রেখেছিলেন। ভাড়াটিয়ারা জোর করে দখলে থাকায় তা ভাঙা সম্ভব হয়নি। পরে সম্প্রতি বিসিসিতে ৯০ হাজার টাকা জমা দেওয়ার পর ভবন ভাঙার কাজ শুরু হয়েছে। বিসিসির প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, শাকুর ম্যানশনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে আমরা আগেই নোটিশ করেছি। কিন্তু ভাড়াটিয়ারা আদালতের শরণাপন্ন হলে তা ভাঙাতে নিষেধাজ্ঞা দেন বিচারক। সেই অস্থায়ী নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিসিসি রায় পাওয়ার পর ভাঙা কার্যক্রম শুরু হয়েছে। স্বপন কুমার দাস আরও বলেন, আমরা ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে এখানে নোটিশ দিয়েছিলাম। তারপরও ভাড়াটিয়ারা দখল ছাড়েননি। শুক্রবার সকালে ভাড়াটিয়াদের চূড়ান্তভাবে চলে যাওয়ার নোটিশ দিয়ে ভবন ভাঙা শুরু হয়।




Archives
Image
ঝুঁকিপূর্ণ ঘোষণার ১০ বছর পর বরিশালে ৩৫টি ভবন ভাঙা শুরু
Image
চট্টগ্রাম ইপিজেডে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
Image
সাত কলেজ নিয়ে বিভিন্ন গ্রুপ গুজব ছড়াচ্ছে : শিক্ষা উপদেষ্টা
Image
বর্ণাঢ্য আয়োজনে বরিশালে কালবেলা’র তৃতীয় বর্ষপূর্তি উদযাপন
Image
বরগুনার তালতলীতে জলবায়ু ঋণ বাতিলের দাবিতে পদযাত্রা