প্রচ্ছদ » স্লাইডার নিউজ » ঝালকাঠির নলছিটিতে মো: জাকির হোসেন নামে এক ইটভাটা মালিককে ২০ লাখ টাকা জরিমানা
Sunday December 1, 2019 , 8:41 pm
ঝালকাঠির নলছিটিতে মো: জাকির হোসেন নামে এক ইটভাটা মালিককে ২০ লাখ টাকা জরিমানা
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠির নলছিটিতে মো: জাকির হোসেন নামে এক ইটভাটা মালিককে ২০ লাখ টাকা জরিমানা অনাদায়ে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১ ডিসেম্বর) পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল হালিমের নেতৃত্বে নলছিটি উপজেলার ফয়রা নামক স্থানে এ অভিযান চালানো হয়। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো: তোতা মিয়া জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী জেলা প্রশাসকের লাইসেন্স ব্যতিত ইট উৎপাদন করায় চার নম্বর ধারায় ইটভাটার মালিক মো: জাকির হোসেনকে ২০ লাখ টাকা জরিমানা অনাদায়ে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ইটভাটার ম্যানেজারে মো: আবুল কালামকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। পাশাপাশি অভিযানের সময় ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে আনুমানিক ৮ লাখ কাঁচা ইট ধ্বংস করা হয় ও ইটভাটাটি বন্ধ করে দেওয়া হয়।