Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৫:৩৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঝালকাঠির নলছিটিতে মাদকসেবনকারী সেই শিক্ষক গাজাসহ প্রেপ্তার 
Monday March 11, 2019 , 9:08 pm
Print this E-mail this

ঝালকাঠির নলছিটিতে মাদকসেবনকারী সেই শিক্ষক গাজাসহ প্রেপ্তার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠির নলছিটি উপজেলায় বিদ্যালয়ে ক্লাস চলাকালে মাদক সেবন করার অভিযোগে এক শিক্ষককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। পুলিশ এ সময় তার কাছ থেকে দুই পুরিয়া গাঁজাও উদ্ধার করে। রোববার (১০ মার্চ) দুপুর ১২টার দিকে দপদপিয়া ইউনিয়নের পূর্ব কয়া প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, বিদ্যালয়ে যোগদানের পর থেকে ওই শিক্ষক ক্লাসে বসে মাদক সেবন করতেন। বিষয়টি ছাত্রছাত্রীদের কাছ থেকে জানতে পেরে এলাকাবাসী তাকে মাদক সেবন করতে নিষেধ করে। গতকাল দুপুরে এলাকাবাসী ও অভিভাবকেরা বিদ্যালয়ে আবার মাদক সেবনের খবর পেয়ে ওই শিক্ষককে হাতেনাতে আটক করেন। এ সময় তার কাছে থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে পুলিশ এসে তাকে নলছিটি থানায় নিয়ে যায়। উপজেলা শিক্ষা অফিস সূত্র জানায়, গত এক মাস আগে এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে শিক্ষা অফিস বিষয়টি তদন্ত করে। তারা ওই শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ে মাদক সেবনের সত্যতা পায়। তদন্ত কমিটি তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য জেলা শিক্ষা অফিসকে অনুরোধ করে। বর্তমানে বরিশাল শিক্ষা অফিসের বিভাগীয় উপপরিচালকের কার্যালয়ে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নলছিটি উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনিতা রানী বলেন, তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেছেন। পুলিশ তার বিরুদ্ধে নিয়মিত মাদক আইনে মামলা করতে পারে। তবে তার বিরুদ্ধে বিদ্যালয়ে মাদক সেবনের দায়ে বিভাগীয় মামলা হচ্ছে। নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হালিম জানান, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফুল ইসলাম বলেন, শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে পুলিশ ইচ্ছা করলে মাদক আইনে মামলা করতে পারে।




Archives
Image
বরিশালে ধর্ষণের পর হত্যার ঘটনায় দু’জনের ফাঁসি
Image
হাফপ্যান্ট পরায় ক্যাফেটেরিয়ার ম্যানেজারকে সূর্য সেন হলের ভিপির সতর্কবার্তা
Image
ফেব্রুয়ারির নির্বাচন হবে মহোৎসবের : প্রধান উপদেষ্টা
Image
প্রথম বিসিএস পরীক্ষায় দুই বোন-ই স্বাস্থ্য ক্যাডার
Image
বাংলাদেশিদের জন্য চীনা ভিসা আবেদন প্রক্রিয়ায় নতুন নিয়ম