Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ১৬, ২০২৫ ১:০৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঝালকাঠির নলছিটিতে এক রাতে চার স্কুলে চুরি 
Saturday July 6, 2019 , 11:27 am
Print this E-mail this

ঝালকাঠির নলছিটিতে এক রাতে চার স্কুলে চুরি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠির নলছিটিতে এক রাতে চারটি স্কুলে চুরির ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠানগুলো হলো, উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের চন্দ্রকান্দা মাধ্যমিক বিদ্যালয়, চন্দ্রকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবং জুরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়। মঙ্গলবার রাতে এসব স্কুলে চুরি সংঘটিত হয়। অজ্ঞাত চোরেরা দরজার কড়া ভেঙে এসব স্কুলে প্রবেশ করে ল্যাপটপ, প্রজেক্টর, সৌরবিদ্যুতে ব্যবহৃত ব্যাটারি, পিতলের ঘণ্টা, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেছে। সরেজমিনে চন্দ্রকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, অফিস কক্ষে থাকা আলমারিগুলো ভাঙা। পরে খোঁজ নিয়ে জানা যায়, ওই স্কুল থেকে একটি ল্যাপটপ, একটি প্রজেক্টর ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেছে চোরেরা। এদিকে চন্দ্রকান্দা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা জানান, চোরেরা স্কুলের মূল্যবান মালামাল ও কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে। জুরকাঠি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আবুল বাশার জানান, স্কুলের লাইব্রেরি থেকে সৌরবিদ্যুতে ব্যবহৃত ব্যাটারি নিয়ে গেছে চোরেরা। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এছাড়াও জুরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একটি পিতলের ঘন্টা চুরি হয়েছে বলে ওই স্কুলের শিক্ষকরা জানিয়েছেন। উল্লেখ্য, সপ্তাহখানেক আগে নলছিটি পৌর এলাকার গোহালকাঠি কান্ডপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম গোহালকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোহালকাঠি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটে। নলছিটি থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার বলেন, চুরির ঘটনায় দুই স্কুলের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।




Archives
Image
বরিশালে ধর্ষণের পর হত্যার ঘটনায় দু’জনের ফাঁসি
Image
হাফপ্যান্ট পরায় ক্যাফেটেরিয়ার ম্যানেজারকে সূর্য সেন হলের ভিপির সতর্কবার্তা
Image
ফেব্রুয়ারির নির্বাচন হবে মহোৎসবের : প্রধান উপদেষ্টা
Image
প্রথম বিসিএস পরীক্ষায় দুই বোন-ই স্বাস্থ্য ক্যাডার
Image
বাংলাদেশিদের জন্য চীনা ভিসা আবেদন প্রক্রিয়ায় নতুন নিয়ম