Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ১৬, ২০২৫ ১:১১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঝালকাঠির কাঠালিয়া বাজারের একমাত্র নারী নরসুন্দর শেফালী, পেলেন জমি ও ঘর 
Tuesday July 2, 2019 , 8:55 pm
Print this E-mail this

ঝালকাঠির কাঠালিয়া বাজারের একমাত্র নারী নরসুন্দর শেফালী, পেলেন জমি ও ঘর


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : শেফালী রানী। দোগনা বাজারের একমাত্র নর সুন্দর নারী। ঝালকাঠির কাঠালিয়ার শৌলজালিয়া ইউনিয়নের বলতলা গ্রামের দোগনা বাজারে ক্ষুর, কাচি ও চিরুনি নিয়ে একযুগ ধরে দোগনা বাজারে চুল কেটে যাচ্ছেন তিনি। মানুষিক ভারসাম্যহীন স্বামী যাদব শীল ২০১২ সালে নিরুদ্দেশ হওয়ার পর একটি খুপড়ি ঘরে ৪ মেয়ে ও ১ ছেলে নিয়ে নাপিতের কাজ করেই মানবেতর জীবনযাপন করছেন শেফলী রানী। কোনোমতে সন্তানদের লেখাপড়া ও সংসার চালিয়ে আসছিলেন। মঙ্গলবার সকালে ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার দোগনা গ্রামে ওই নারীকে প্রধানমন্ত্রীর নির্দেশে ৪ শতাশং জমি ও ঘর বরাদ্দের জন্য কাগজপত্র নিয়ে তার বাড়িতে আসেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো: এনামুর রহমান। পরে এ উপলক্ষে স্থানীয় বলতলার দোগনা বাজারে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী। ঝালকাঠির জেলা প্রশাসক জোহর আলীর সভাপতিত্বে সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহসীন, ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনসহ জনপ্রতিনিধি, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাংলাদেশে কেউ গৃহহীন থাকবে না। সেই লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার, একটি কল্যাণমূখী সরকার। শেখ হাসিনা একজন মানবতাবাদী নেতা, মানবতাবাদী প্রধানমন্ত্রী। ঘর পেয়ে শেফালী রাণী শীল বলেন, আমি অনেক কষ্ট করে সংসার চালিয়েছি। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ঘর ও জমি দিয়েছেন আমার আর কষ্ট করতে হবে না। আমি প্রধানমন্ত্রীর জন্য অনেক দোয়া করি তিনি যেনো সারা জীবন মানুষের সেবা করে যেতে পারেন।




Archives
Image
বরিশালে ধর্ষণের পর হত্যার ঘটনায় দু’জনের ফাঁসি
Image
হাফপ্যান্ট পরায় ক্যাফেটেরিয়ার ম্যানেজারকে সূর্য সেন হলের ভিপির সতর্কবার্তা
Image
ফেব্রুয়ারির নির্বাচন হবে মহোৎসবের : প্রধান উপদেষ্টা
Image
প্রথম বিসিএস পরীক্ষায় দুই বোন-ই স্বাস্থ্য ক্যাডার
Image
বাংলাদেশিদের জন্য চীনা ভিসা আবেদন প্রক্রিয়ায় নতুন নিয়ম