Current Bangladesh Time
সোমবার মে ২০, ২০২৪ ৬:০০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঝালকাঠিতে সিভিল সার্জন অফিসের এক ইপিআই সুপারভাইজার করোনায় আক্রান্ত 
Friday May 1, 2020 , 2:45 pm
Print this E-mail this

এ ঘটনায় সিভিল সার্জন কার্যালয়ের ২০ স্টাফকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে

ঝালকাঠিতে সিভিল সার্জন অফিসের এক ইপিআই সুপারভাইজার করোনায় আক্রান্ত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠির সিভিল সার্জন কার্যালয়ের এক ইপিআই সুপারভাইজারের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার রাতে আইইডিসিআর থেকে নমুনা সংগ্রহের পাঠানো রিপোর্টে তার করোনা পজেটিভ আসে। এ ঘটনায় সিভিল সার্জন কার্যালয়ের ২০ স্টাফকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় ৯ জনের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের করোনা শনাক্তের তিন দিনের মাথায় নমুনা সংগ্রহের দ্বিতীয় পরীক্ষায় তার করোনা নেগেটিভ আসে। গত ২৭ এপ্রিল আইইডিসিআর থেকে পাঠানো নমুনা সংগ্রহের রিপোর্টে তার করোনা পজিটিভ এসেছিল। এছাড়াও ওই স্বাস্থ্য কমপ্লেক্সের ১০ জন চিকিৎসকসহ ২০ জন কর্মীর নমুনা সংগ্রহের রিপোর্ট নেগেটিভ এসেছে। শুক্রবার সকাল থেকে পূণরায় স্বাস্থ্য সেবা চালু করা হয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সে। তবে ওই চিকিৎসককে ১৪ দিনের জন্য আইসোলেশনে থাকতে হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা: শ্যামল কৃষ্ণ হাওলাদার। করোনা পজিটিভ চিকিৎসকের তিনদিনের মাথায় নেগেটিভ রিপোর্ট নিয়ে জেলা স্বাস্থ্য বিভাগেই দুশ্চিন্তার মধ্যে রয়েছে। ঝালকাঠির সিভিল সার্জন ডা: শ্যামল কৃষ্ণ হাওলাদার জানান, ঝালকাঠি জেলার স্বাস্থ্য বিভাগে কর্মরত সকলের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। এখনো সবার রিপোর্ট আসেনি। যদিও এদের শরীরে করোনার কোন লক্ষণ নেই। বৃহস্পতিবার রাতের রিপোর্টে একজন স্টাফের করোনা পজিটিভ এসেছে। এতে ২০ স্টাফকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। করোনা আক্রান্ত ইপিআই সুপারভাইজারকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।




Archives
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস