Current Bangladesh Time
সোমবার সেপ্টেম্বর ১৫, ২০২৫ ৪:০৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঝালকাঠিতে সাংবাদিক পরিচয়ে চাঁদাদাবি, তিনজনকে গণধোলাই! 
Monday March 30, 2020 , 10:40 pm
Print this E-mail this

এসব অপসাংবাদিকদের সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে, এদের কর্মকান্ডে সাধারণ মানুষ অতিষ্ঠ

ঝালকাঠিতে সাংবাদিক পরিচয়ে চাঁদাদাবি, তিনজনকে গণধোলাই!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠিতে সাংবাদিক পরিচয়ে একটি মুরগীর দোকান থেকে চাঁদা নেওয়ার সময় তিনজনকে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। সোমবার দুপুরে শহরের কাঠপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। দোকানীর অভিযোগের পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয়রা জানায়, কাঠপট্টি এলাকার কামাল মৃধার পোলট্রি মুরগীর দোকানের কর্মচারী সুমন মুরগী বিক্রি করছিলেন। এসময় সাংবাদিক পরিচয় দিয়ে বশির আহম্মেদ খলিফা, রুহুল আমিন রুবেল ও রিয়াজুল ইসলাম বাচ্চু নামে তিন ব্যক্তি সাংবাদিক পরিচয় দিয়ে দোকান খুলে রাখার জন্য ৫ হাজার টাকা চাঁদাদাবি করেন। চাঁদা না দিলে মোবাইল কোর্ট করিয়ে একলাখ টাকা জরিমানা করানোর হুমকি দেয়। এটি খাদ্য সামগ্রীর দোকান অর্ন্তভুক্ত জানালে, ওই ব্যক্তিরা দোকান কর্মচারী সুমনকে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেয়। ভয় পেয়ে সুমন ওই তিন ব্যক্তিকে ১৮০০ টাকা তুলে দেন। বাকি টাকা পরে এসে নিয়ে যাবে বলেও হুমকি দেয় তারা। খবর পেয়ে স্থানীয় লোকজন এসে ওই তিন ব্যক্তিকে গণধোলাই দেয়। লোকজনের তোপের মুখে পালিয়ে যায় কথিত তিন সাংবাদিক মোহনা টিভির প্রতিনিধি রুহুল আমিন রুবেল মোহুরী, ভোরের সময় প্রতিনিধি বশির খলিফা ও বর্তমান কথা প্রতিনিধি রিয়াজুল ইসলাম বাচ্চু। উল্লেখ্য, এরা গত দুই তিন বছর যাবত ঝালকাঠিতে সাংবাদিক পরিচয় দিয়ে নানাভাবে মানুষকে হয়রানী ও চাঁদাবাজি করে আসছে। এদের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজি মামলা থানায় রেকর্ড এবং চার্জশিট হলেও প্রভাবশালী রাজনৈতিক ব্যাক্তিদের মধ্যস্থতায় বাদী মামলায় আপোষ করতে বাধ্য হন। সারা দেশের মানুষ যখন করোনাভাইরাসের আক্রমন থেকে বাচাঁর জন্য লড়াই করছে তখন এসব সাংবাদিকরা বিদেশ ফেরত ব্যাক্তিদের বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা পয়সা দাবি করে। গত ২৭ মার্চ সকালে পশ্চিম ঝালকাঠি যুব উন্নয়নের পিছনে সৌদি ফেরত কচি বেগমকে ভয় দেখিয়ে রুবেল ও বশির দুই হাজার টাকা নিয়ে যায়। কচি বেগম নিজে ঘটনাটি পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানায়। ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত বলেন, এসব অপসাংবাদিকদের সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে, এদের কর্মকান্ডে সাধারণ মানুষ অতিষ্ঠ। এরা কেউ প্রেস ক্লাবের সদস্য নয়। তবে এসব অপসাংবাদিক চাঁদাবাজদের বিরুদ্ধে প্রশাসন এবং ভুক্তভোগীরা কেউ ব্যবস্থা নিলে প্রেসক্লাব তাদের পাশে থাকবে।




Archives
Image
ফেব্রুয়ারির নির্বাচন হবে মহোৎসবের : প্রধান উপদেষ্টা
Image
প্রথম বিসিএস পরীক্ষায় দুই বোন-ই স্বাস্থ্য ক্যাডার
Image
বাংলাদেশিদের জন্য চীনা ভিসা আবেদন প্রক্রিয়ায় নতুন নিয়ম
Image
বরিশাল-৫ আসনে মনোনয়ন চান বিএনপির চেয়ারপারসনের দুই উপদেষ্টা
Image
বরিশালে ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবিতে মানববন্ধন