Current Bangladesh Time
শনিবার মে ৪, ২০২৪ ৬:৫৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঝালকাঠিতে এক নারী কনস্টেবলের বিষপানে আত্মহত্যা! 
Thursday May 14, 2020 , 10:22 pm
Print this E-mail this

নাদিরার শারীরিক অবস্থার উন্নতি না হলে বরিশাল শেবাচিম হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়

ঝালকাঠিতে এক নারী কনস্টেবলের বিষপানে আত্মহত্যা!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠি জেলা পুলিশে কর্মরত নারী পুলিশ কনস্টেবল স্বামীর সাথে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে ঝালকাঠি পুলিশ লাইনে বিষপান করে অসুস্থ হয়ে পড়লে অন্যান্য পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়। এতে তার শারীরিক অবস্থার উন্নতি না হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে রাত ৮টার দিকে তিনি মারা যান। জানা গেছে, ঝালকাঠি জেলা পুলিশে কর্মরত নাদিরা আফরিন ঝালকাঠি পুলিশ লাইনের মেসে থাকতো। বৃহস্পতিবার বিকেলে পুলিশ কনস্টেবল স্বামী তরিকুলের সাথে মোবাইলে কথা বলে অভিমান করে নারী পুলিশ কনস্টেবল নাদিরা আফরিন। অভিমানের জেরে বিষপান করে অসুস্থ হয়ে পড়লে অন্যান্য সহকর্মীরা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়।

নাদিরার শারীরিক অবস্থার উন্নতি না হলে বরিশাল শেবাচিম হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। বিকেল ৪টায় তাকে সেখানে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টা ১০মিনিটে তিনি মারা যান। বরিশাল রেঞ্জ ডিআইজি মো: শফিকুল ইসলাম, ঝালকাঠি পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বরিশাল হাসপাতালে গিয়ে মৃত নারী কনস্টেবলের লাশ পরিদর্শন করেন। শের-ই বাংলা মেডিকেল কলেজের ওয়ার্ড মাস্টার আবুল কালাম আজাদ স্বাক্ষরিত মৃত সনদে উল্লেখ করা হয়েছে, “বিষপানে বিষক্রিয়ায়ই সে মারা গেছেন”।  মৃতদেহ বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে রয়েছে। এব্যাপারে ঝালকাঠি পুলিশ কর্মকর্তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।




Archives
Image
বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে দলগত ধর্ষণ, গ্রেপ্তার ২
Image
সর্বনিম্ন রিচার্জের মেয়াদ বাড়াল গ্রামীণফোন
Image
বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেফতার
Image
পদত্যাগ করে দুধ দিয়ে গোসল বিএনপি নেতার
Image
তাসকিন-মেহেদীদের তোপে চরম ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ে