Current Bangladesh Time
সোমবার সেপ্টেম্বর ১৫, ২০২৫ ২:৫৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঝালকাঠিতে ইয়াবাসহ মহিলা কলেজের প্রভাষক গ্রেপ্তার! 
Monday September 7, 2020 , 5:28 pm
Print this E-mail this

মাহফুজ একজন ইয়াবা ব্যবসার পাশাপাশি তিনি নিজেও সেবন করেন

ঝালকাঠিতে ইয়াবাসহ মহিলা কলেজের প্রভাষক গ্রেপ্তার!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠির রাজাপুরে ইয়াবাসহ লালমোন হামিদ মহিলা কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো: মাহফুজুর রহমানকে (৫২) গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাহফুজুর রহমান রাজাপুর হরিমন্দির সড়কের বাসিন্দা মৃত মোন্তাজ উদ্দিন দারোগার ছেলে। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে রাজাপুর হরিমন্দির সড়কের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঝালকাঠি নিয়ে আসা হয়। ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সানোয়ার হোসেন জানান, প্রভাষক মো: মাহফজুর রহমানের বাসায় বিপুল ইয়াবা মজুদ আছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযান টের পেয়ে মাহফুজ তার ঘরের সবকটি দরজা ভেতর থেকে আটকে দেন। দরজা খুলতে খুলতে বেশ কয়েক হাজার পিস ইয়াবা বাথরুমের কমোডে ফেলে ফ্লাশ করে দেন তিনি। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি ইয়াবা কমোডে ফেলে দেওয়ার কথা স্বীকার করেন। পরে তার বিছানার নিচে ১০ পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় এসআই মঞ্জুরুল হক বাদী হয়ে রাজাপুর থানায় একটি মামলা দায়ের করেন। সানোয়ার হোসেন বলেন, মাহফুজ একজন ইয়াবা ব্যবসার পাশাপাশি তিনি নিজেও সেবন করেন। এর আগেও তিনি পুলিশের হাতে ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিলেন।




Archives
Image
ফেব্রুয়ারির নির্বাচন হবে মহোৎসবের : প্রধান উপদেষ্টা
Image
প্রথম বিসিএস পরীক্ষায় দুই বোন-ই স্বাস্থ্য ক্যাডার
Image
বাংলাদেশিদের জন্য চীনা ভিসা আবেদন প্রক্রিয়ায় নতুন নিয়ম
Image
শহীদ মিনারে লালন সংগীতশিল্পী ফরিদা পারভীনকে শেষ শ্রদ্ধা
Image
যাবজ্জীবন বন্দিদের সাজা কমিয়ে মুক্তি দিতে চায় সরকার