Current Bangladesh Time
বুধবার অক্টোবর ৮, ২০২৫ ৯:৪০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » জয়ার ‘কণ্ঠ’ দেখে মুগ্ধ ডা: দেবী শেঠি 
Saturday May 11, 2019 , 2:21 pm
Print this E-mail this

জয়ার ‘কণ্ঠ’ দেখে মুগ্ধ ডা: দেবী শেঠি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : কলকাতার শুক্রবার মুক্তি পেয়েছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জী পরিচালিত ‘কণ্ঠ’ ছবিটি। এতে স্পিচ থেরাপিস্টের ভূমিকায় অভিনয় করেছেন জয়া আহসান। ছবিটি দেখে মুগ্ধ হয়েছেন উপমহাদেশের সেরা হৃদরোগ বিশেষজ্ঞ ডা: দেবী শেঠি। এক বিবৃতিতে দেবী শেঠি বলেন, এই ছবি ক্যান্সারে আক্রান্ত রোগীকে আশা জাগাবে। বিশ্বাস দেয়, তারা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবেন। তারাও জীবনে উপভোগ করতে পারবেন। ভবিষ্যতের সুন্দর দিনে তাদের অধিকার আছে। আর যেভাবে গল্পটা বলা হলো, এটা এককথায় অসাধারণ। দেবী শেঠি নিজের হাসপাতাল নারায়ণা হৃদয়ালয়াতেও ছবিটির বিশেষ কয়েকটি প্রদর্শনীর অনুরোধও জানিয়েছেন। সেই সঙ্গে তার রোগীদের এই ‘কণ্ঠ’ সিনেমা দেখতে উপদেশ দেবেন। বেঙ্গালুরুতে ‘কণ্ঠ’র এই বিশেষ প্রদর্শনীতে জয়া আহসান উপস্থিত ছিলেন না। তবে উপস্থিত ছিলেন পাওলি দাম। তিনি বলেন, ডা: শেঠি সপরিবারে দেখেছেন ছবিটি। একজন স্পিচ থেরাপিস্টও ছিলেন। তারা জয়ার অভিনয় খুব পছন্দ করেছেন। ছবিতে শিবপ্রসাদের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে পাওলি দামকে, স্পিচ থেরাপিস্ট জয়া আহসান ছাড়াও এই ছবিতে আরও আছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়, বিপ্লব দাশগুপ্ত ও পরান বন্দ্যোপাধ্যায়। এর আগে ‘কণ্ঠ’র ট্রেলার দেখে ভূয়সী প্রশংসা করেছেন নিউইয়র্কে চিকিৎসাধীন ক্যানসার আক্রান্ত বলিউড অভিনেতা ঋষি কাপুর।




Archives
Image
বরিশালে মা ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলা, আহত ৫
Image
বরিশালে পুলিশের সামনেই খুন হয় স্বেচ্ছাসেবক দলনেতা লিটু
Image
মেধাবী খুদে ক্রিকেটার রিয়ানের পাশে বরিশাল জেলা প্রশাসক
Image
এনএসসি মনোনীত নতুন বিসিবি পরিচালক হচ্ছেন রুবাবা দৌলা
Image
পদার্থে নোবেল পেলেন মার্কিন তিন বিজ্ঞানী