Current Bangladesh Time
বৃহস্পতিবার এপ্রিল ২৫, ২০২৪ ৬:৫১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » জোড়াতালি দিয়ে চলছে বরিশাল শেবাচিম’র শিক্ষা কার্যক্রম 
Tuesday August 9, 2022 , 4:51 pm
Print this E-mail this

সরকার শূন্য পদে দ্রুত পদায়ন করবে বলে আশা কলেজ অধ্যক্ষের

জোড়াতালি দিয়ে চলছে বরিশাল শেবাচিম’র শিক্ষা কার্যক্রম


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল শের-ই  বাংলা মেডিকেল কলেজে চাহিদার অর্ধেক শিক্ষকও নেই। পাশাপাশি কলেজটি প্রতিষ্ঠার ৫৪ বছরেও চালু হয়নি এমএস-এমডির মতো গুরুত্বপূর্ণ কোর্স। এতে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত পাঠদান। এমবিবিএস পাস করার পর প্রত্যেক শিক্ষার্থীকে পেশাগত দক্ষতা অর্জন এবং উচ্চ শিক্ষার জন্য এমএস, এমডির মতো গুরুত্বপূর্ণ কোর্সের দরকার হয়। আবার যেসব উচ্চ শিক্ষার কোর্স চালু আছে তাও আবার অধ্যাপকসহ যোগ্যতাসম্পন্ন শিক্ষকের অভাবে চলছে জোড়াতালি দিয়ে। এতে মানসম্মত শিক্ষা, ব্যবহারিক ক্লাসসহ নানা কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। তারা বলেন, প্রয়োজনের তুলনায় বেশি অধ্যাপক না থাকলে বা ক্লাস না হলে আমাদের শিক্ষায় ঘাটতি থেকে যায়। যারা আছেন তারা অনেক যোগ্যতাসম্পন্ন। তবে আরও কিছু সংখ্যক শিক্ষক বাড়ালে আমাদের জন্য সুবিধা হতো। মেডিকেল কলেজে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপকের ২৩১টি পদের বিপরীতে শূন্য রয়েছে ৮১টি। এমন ভয়াবহ সংকটে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত পাঠদানে হিমশিম খাচ্ছেন শিক্ষকরা। তারা বলেন, গত ৫২ বছরে শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে তবে যেসব পদ আছে, তা পূরণ হয়নি। শিক্ষকের সংখ্যা কম থাকায় আমরা পাঠদানে হিমশিম খাচ্ছি। সরকার শূন্য পদে দ্রুত পদায়ন করবে বলে আশা কলেজ অধ্যক্ষের। অধ্যক্ষ অধ্যাপক মনিরুজ্জামান শাহীন বলেন, খুব দ্রুত শিক্ষকের ঘাটতি পূরণ হয়ে যাবে। তখন আর এ অসুবিধা থাকবে না। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে বর্তমানে প্রায় ১ হাজার ৩০০ শিক্ষার্থীর পাঠদানের জন্য পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নেই। শিক্ষকের মোট ২৮৯টি পদের মধ্যে ১৬৯টি শূন্য রয়েছে।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ