Current Bangladesh Time
বুধবার অক্টোবর ১৫, ২০২৫ ৬:১০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » জেলা জজ হলেন বরিশালের তিন বিচারক 
Wednesday September 5, 2018 , 7:53 pm
Print this E-mail this

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি

জেলা জজ হলেন বরিশালের তিন বিচারক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সরকার ১৪ অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাকে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দিয়ে বিভিন্ন স্থানে পদায়ন করেছে। সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। একই সঙ্গে ৭ জেলা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাকে বদলি করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত জেলা জজদের মধ্যে খাগড়াছড়ির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীনকে ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিশেষ জজ (জেলা ও দায়রা জজ), পিরোজপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রণব কুমার দাসকে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, বিজিবির আইন কর্মকর্তা (অতিরিক্ত জেলা জজ) মিয়াজী শহিদুল আলম চৌধুরীকে ঢাকার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপীলাত ট্রাইব্যুনালের সদস্য হয়েছেন। বাগেরহাটের অতিরিক্ত জেলা জজ মো. হাফিজুর রহমানকে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, চাঁদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আহসান তারেককে রংপুরের বিশেষ জজ, ফেনীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান খানকে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক, রাজবাড়ীর অতিরিক্ত জেলা জজ মাফরোজা পারভীন ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক, বরিশালের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম ফারুককে ঠাকুরগাঁওয়ের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবুল মনসুর মিঞাকে টাঙ্গাইলের বিশেষ জজ, নরসিংদীর অতিরিক্ত জেলা জজ এ কে এম মোজাম্মেল হক চৌধুরীকে চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক, খুলনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল হোসেনকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক, ঠাকুরগাঁওয়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অনুপ কুমারকে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক, বরিশালের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহীন উদ্দিনকে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ দেয়া হয়েছে। অপর আদেশে আইন ও বিচার বিভাগের উপসচিব (অতিরিক্ত দায়রা জজ) মো. ফজলে এলাহী ভূঁইয়াকে জেলা জজ পদে পদোন্নতি দেয়া হয়েছে। পদোন্নতি পরও তিনি আইন ও বিচার বিভাগের উপসচিব নিয়োগ পেয়েছেন। ৭ জেলা জজ বদলি: রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শিরীন কবিতা আক্তারকে মুন্সিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক করা হয়েছে। এছাড়া কক্সবাজারের জেলা জজ মীর শফিকুল আলমকে রাজশাহী, ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. শফিউল আজমকে ব্রাহ্মণবাড়িয়া, ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিশেষ জজ মো. আতাবুল্লাহকে নরসিংদী, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন সচিবালয়ের আইন উপদেষ্টা (জেলা জজ) সাঈদ আহমেদকে ফেনী, মুন্সিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খোন্দকার হাসান মো. ফিরোজকে কক্সবাজার ও ব্রাহ্মণবাড়িয়ার জেলা জজ এ বি এম জহিরুল চৌধুরীকে শেরপুরের জেলা জজ হিসেবে বদলি করা হয়েছে।




Archives
Image
রাজধানীর মিরপুরে অগ্নিকাণ্ড : নিহত ১৬ জনের মধ্যে ৭ জন নারী, ৯ জন পুরুষ
Image
বরিশালে সন্দেহভাজন ভারতীয় নারী আটক
Image
বরিশালে বিশ্ব মান দিবস পালন
Image
বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন
Image
গণভোট জাতীয় নির্বাচনের ‘টেস্ট ম্যাচ’ হিসেবে কাজ করতে পারে: অধ্যক্ষ জহির উদ্দিন