Current Bangladesh Time
শুক্রবার মে ১৭, ২০২৪ ১০:৪১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবিতে বরিশালে প্রতীকী কবরস্থান প্রদর্শন ও সমাবেশ 
Monday November 7, 2022 , 5:10 pm
Print this E-mail this

প্রান্তজন, উপকূলীয় জীবনযাত্রা ও ক্লিন এবং ঋণ ও এনজিও ফোরাম অন এডিবি’র যৌথ উদ্যোগে

জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবিতে বরিশালে প্রতীকী কবরস্থান প্রদর্শন ও সমাবেশ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পরিবেশের জন্য ক্ষতিকর জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবিতে বরিশালে প্রতীকী কবরস্থান প্রদর্শন ও সমাবেশ হয়েছে। বরিশাল নগরীর কাউনিয়ায় সোমবার (নভেম্বর ৭) সকাল ১০টায় এ ব্যতিক্রমী প্রতিবাদ হয়। প্রান্তজন, উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন) এবং ঋণ ও এনজিও ফোরাম অন এডিবি’র যৌথ উদ্যোগে এ কর্মসূচী হয়েছে। সমাবেশে বক্তৃতা দেন, প্রান্তজনের নির্বাহী পরিচালক এস এম শাহাজাদা, ক্লিন-এর নির্বাহী পরিচালক হাসান মেহেদি, উন্নয়ন কর্মী ইব্রাহিম হামিদ মাসুম প্রমুখ। বক্তারা বলেন, বাংলাদেশে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৩,৮০০ মেগাওয়াট ক্ষমতা ১২টি জীবাশ্ম গ্যাস এবং ডিজেলের ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য বিনিয়োগ সম্পন্ন করেছে। এই বিদ্যুৎ কেন্দ্রগুলো বায়ুমন্ডলে প্রতি বছর কমপক্ষে ২১.৬৩ মিলিয়ন টন কার্বন নির্গত করে। এটি এডিবির বাংলাদেশের কাছে ঐতিহাসিক দায় বা পরিবেশগত ঋণ। একইভাবে, অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর প্রতিও অনুরূপভাবে এই পরিবেশগত ঋণ বিদ্যমান। এডিবি ২০১৬ সালের প্যারিস চুক্তির পরেও বাংলাদেশে ১২৬.৭২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে। এর মধ্যে পরিবহণ খাতে শতকরা ১৯.৫ ভাগ, দ্বিতীয় বৃহত্তম বিদ্যুৎ খাতে ১৬.১% এবং ফাইন্যান্স সেক্টর ১৫.২% বিনিয়োগ করা হয়েছে। এডিবি বাংলাদেশের জ্বালানি খাতে বিনিযয়োগ করেছে ২০.৩৪ বিলিয়নের ইউএস ডলার। এর মধ্যে নবায়নযোগ্য বিদ্যুৎ খাতে করেছে মাত্র ২.৮ ভাগ। এডিবি তার এই বিশাল বিনিয়োগে সাধারণ জনগণের স্বার্থকে উপেক্ষা করে কর্পোরেট স্বার্থকে প্রাধান্য দিয়েছে। এতে লাভ হচ্ছে কর্পোরেটদের কিন্তু ক্ষতি হচ্ছে বাংলাদেশের সহ পৃথিবীর। তাই মানুষ ও পরিবেশ-প্রতিবেশের বিপক্ষে যায় সেসব ধ্বংসাত্মক প্রকল্পে বিনিয়োগ বন্ধের দাবি জানাচ্ছি।




Archives
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস
Image
বরগুনার বেতাগীতে স্পর্শ করলেই অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা!
Image
নতুন করে আস্থার সম্পর্ক গড়তেই এ সফর : ডোনাল্ড লু