|
ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি
জনপ্রিয়তার শীর্ষে ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী অনি
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ১৭ নং ওয়ার্ডে লাটিম মার্কার কাউন্সিলর পদ প্রার্থী মোঃ আদনান হোসেন অনি ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে। বলা যায় যে, নিরবেই ভোটারদের অন্তরে জায়গা করে নিয়েছে এই প্রার্থী। নিবার্চনী তফসিল ঘোষণার পর থেকে আদনান হোসেন অনি পাড়া-মহল্লায়, চা-দোকানসহ বিভিন্ন স্থানে তার গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ডের একাধিক কাউন্সিলর প্রার্থী হলেও জনপ্রিয়তায় শীর্ষে রয়েছেন আদনান হোসেন অনি। ১৭ নং ওয়ার্ডের এলাকাবাসী ও তার সমর্থকদের সূত্রে জানা গেছে, অনি দীর্ঘ ৫ বছর ধরে জন প্রতিনিধি না হয়েও জনগনের সেবার সাথে জড়িত। তিনি সবার সুখে-দুঃখের সঙ্গী সাথী হিসেবে সুনাম কুড়িয়ে নিয়েছেন। তাই ওয়ার্ডবাসী তাকে এবার কাউন্সিলর হিসাবে দেখতে চান। সমৃদ্ধশালী আধুনিক উন্নয়নশীল মডেল ১৭ নং ওয়ার্ড গড়ার প্রত্যয় নিয়ে তিনি মাদক মুক্ত ও সন্ত্রাস মুক্ত সাধারণ মানুষের দোয়া ও সহযোগীতা নিয়ে এগিয়ে যেতে চান অসহায় মেহনতি মানুষের বন্ধু আদনান হোসেন অনি । ইতি মধ্যেই সাধারণ ভোটারদের মাঝে তার সামাজিক যোগ্যতা, রাজনৈতিক, অর্থনৈতিক, আত্মীয়তার সম্পর্ক গুলো আলোচনায় উঠে এসেছে। ওয়ার্ডের প্রতিটি পাড়া মহল্লা সর্বত্রই ভোটারদের মুখে মুখে এখন কাউন্সিলর প্রার্থী অনি’র নাম। তাকে কাউন্সিলর প্রার্থী হিসেবেও দেখতে চান স্থানীয় বেশির ভাগ ভোটার গণ।আদনান হোসেন অনি বলেন, লোক দেখানো কাজ নয় সব সময় সুখে-দুঃখে মানুষের পাশে ছিলাম, আছি এবং সারাজীবন থাকবো। এবার নিবার্চনে প্রার্থী হিসেবে আপনাদের দুয়ারে দাঁড়িয়েছি। যোগ্য হলে সকলের সহযোগীতায় বিজয় নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আর বিজয়ী হলে, সমাজের গণ্যমান্য ব্যাক্তিদের নিয়ে সকল উন্নয়ন মুলক কাজ করবো এবং মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, একটি উন্নত ও আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো।
Post Views: ০
|
|