Current Bangladesh Time
বুধবার অক্টোবর ৮, ২০২৫ ৪:২৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ছেলে ইলিয়াস কুদ্দুসের বিয়ে দিলেন ‘ফোক সুপারস্টার’ কুদ্দুস বয়াতি 
Sunday November 11, 2018 , 7:09 pm
Print this E-mail this

ইলিয়াস পড়াশোনা শেষ করে ‘কুদ্দুস বয়াতি ফাউন্ডেশন’ দেখাশোনা করছেন

ছেলে ইলিয়াস কুদ্দুসের বিয়ে দিলেন ‘ফোক সুপারস্টার’ কুদ্দুস বয়াতি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ছেলে ইলিয়াস কুদ্দুসের বিয়ে দিলেন ‘ফোক সুপারস্টার’ কুদ্দুস বয়াতি। সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এই বিয়ে সম্পন্ন হয়। কনের নাম সুমাইয়া আক্তার। তিনি মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্বদ্যালয় কলেজে পড়েন। বাউল সঙ্গীত শিল্পী কুদ্দুস বয়াতির ছেলে ইলিয়াসও মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্বদ্যালয় কলেজ থেকে বিবিএ সম্পন্ন করেছেন। কুদ্দুস বয়াতির পারিবারিক সূত্রে জানা যায়, সুমাইয়ার সঙ্গে ইলিয়াস কুদ্দুসের দীর্ঘদিন ধরে পরিচয় ছিল। পরে বিষয়টি পারিবারিক পর্যায়ে যায়। কিছুদিন আগে পারিবারিকভাবেই ইলিয়াস কুদ্দুস ও সুমাইয়া আক্তারের বিয়ে অনুষ্ঠিত হয়। ইলিয়াস কুদ্দুস বলেন, সুমাইয়াদের গ্রামের বাড়ি পাবনা জেলায়। তবে তারা ঢাকাতেই থাকেন। ঢাকাতেই ওদের ব্যবসা। সুমাইয়ার সাথে আমার তিন বছরের পরিচয়। সে ভালো মনের একটা মেয়ে। আমাদের জন্য সকলেই দোয়া করবেন। উল্লেখ্য, কুদ্দুস বয়াতির ৭ সন্তান। চার ছেলে তিন মেয়ে। ছেলেদের মধ্যে ইলিয়াস কুদ্দুস বড়। ইলিয়াস পড়াশোনা শেষ করে কল্যাণপুরে বাবার নামে গড়ে তোলা ‘কুদ্দুস বয়াতি ফাউন্ডেশন’ দেখাশোনা করছেন। এছাড়া মিডিয়ার সঙ্গেও তিনি যুক্ত রয়েছেন।




Archives
Image
বরিশালে মা ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলা, আহত ৫
Image
বরিশালে পুলিশের সামনেই খুন হয় স্বেচ্ছাসেবক দলনেতা লিটু
Image
মেধাবী খুদে ক্রিকেটার রিয়ানের পাশে বরিশাল জেলা প্রশাসক
Image
এনএসসি মনোনীত নতুন বিসিবি পরিচালক হচ্ছেন রুবাবা দৌলা
Image
পদার্থে নোবেল পেলেন মার্কিন তিন বিজ্ঞানী