Current Bangladesh Time
সোমবার মে ২০, ২০২৪ ১:৫৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত সাংবাদিক হাসপাতালে ভর্তি 
Friday June 30, 2023 , 1:49 pm
Print this E-mail this

চাপাতি দিয়ে তার মাথায় তিনটি, দুই হাতে ও পায়ে আঘাত করে ছিনতাইকারীরা

ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত সাংবাদিক হাসপাতালে ভর্তি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : রাজধানীর রামপুরায় বিটিভি অফিসের সামনের রাস্তায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাকিবুল হাসান রানা (৩০) নামে এক সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। ছিনতাইকারীরা তার সঙ্গে থাকা একটি ব্যাগ ও আরেক ব্যক্তির মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে। শুক্রবার (৩০ জুন) এই তথ্য নিশ্চিত করেন পুলিশ। বৃহস্পতিবার (২৯) দিবাগত রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। আহত রানাকে ঢাকা মেডিকেলে চিকিৎসা শেষে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত রানার ছোট ভাই রবিউল হাসান রিফাত জানান, রানার বাসা রামপুরার উলনে। রাতে একটি বেসরকারি টেলিভিশনের অফিস থেকে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন তিনি। তার সঙ্গে ছিলেন একই এলাকার মোহন নামে আরেক যুবক। রামপুরা বিটিভি অফিসের সামনের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি মোটরসাইকেলে তিনজন ছিনতাইকারী এসে তাদের পথরোধ করে। পরে তাদের দু’জনকে দুই পাশে নিয়ে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে সব কিছু হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন তারা। ভয়ে মোহন তার সঙ্গে থাকা মানিব্যাগ ও মোবাইল ফোন তাদের হাতে দিয়ে দেন। তবে রানা তাদের প্রতিরোধ করেন। তখন ছিনতাইকারীরা চাপাতি দিয়ে রানার মাথায় তিনটি, দুই হাতে ও পায়ে আঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে আহত রানাকে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে মাথার আঘাতের চিকিৎসা করানোর পর তাকে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, তার মাথা, দুই হাত ও পায়ে জখম রয়েছে। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। উল্লেখ্য, আহত রানা একটি বেসরকারি টেলিভিশনে সহকারী প্রযোজক হিসেবে কর্মরত আছেন।




Archives
Image
বরিশালে অনলাইন জুয়াড়িদের দলনেতা গ্রেপ্তার!
Image
বরিশাল নগরীর নির্মাণাধীন ভবনের চাঁদাবাজি ঠেকাতে মাঠে পুলিশ
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি