|
কর্তৃপক্ষের নিষ্ফল আশ্বাসের পর কর্মচারীরা ফের আন্দোলনে
চাকরি স্থায়ীকরণের দাবিতে বরিশাল নগর ভবনে বিক্ষোভ
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : চাকরি স্থায়ীকরণের দাবিতে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ১২১ জন কর্মচারী আজ বুধবার দুপুরেও নগর ভবনে বিক্ষোভ করেছন। কর্তৃপক্ষের নিষ্ফল আশ্বাসের পর কর্মচারীরা ফের আন্দোলনে নেমে আগামী রোববার থেকে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন-পানি সরবরাহ বিভাগের উপসহকারী প্রকৌশলী আরাফাত হোসেন মনির, সহকারী পরিচ্ছন্নতা কর্মকর্তা মাহবুব আলম মিন্টু, ট্রেড লাইসেন্স পরিদর্শক মো: আনিচুর রহমান, যানবাহন লাইসেন্স পরিদর্শক মো: আতিকুর রহমান মানিকসহ বিসিসির বিভিন্ন শাখার নেতারা।

বিক্ষোভ সমাবেশে কর্পোরেশনের উপসহকারী প্রকৌশলী আরাফাত হোসেন মনির বলেন, প্রশাসন আমাদের আন্দোলন স্থগিত রেখে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেন। সেই অনুযায়ী আমরা আন্দোলন স্থগিত রাখি। কিন্তু আমাদের চাকরি স্থায়ীকরণের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। বরং অবৈধ নিয়োগ বৈধ করা হচ্ছে। আরাফাত হোসেন মনির কর্মচারীদের উদ্দেশে বলেন, বৃহস্পতিবারের মধ্যে প্রশাসন আমাদের দাবি না মানলে আগামী রোববার থেকে কর্মবিরতি শুরু করব এবং বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে।প্রসঙ্গত, গত ২ সপ্তাহ ধরে (বিসিসি) ১২১ জন কর্মচারী তাদের চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন করে আসছেন। তবে কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী আন্দোলন স্থগিত রেখে আলোচনার প্রস্তাব দেন। কিন্তু এরপর আর অগ্রগতি না হওয়ায় ফের আন্দোলনে নেমেছেন কর্মচারীরা।
Post Views: ০
|
|