নিজস্ব প্রতিবেদক : সবুজে ঘেরা, সাগর বিধৌত পাহাড় বেষ্টিত বার আউলিয়ার মনোরম প্রাকৃতিক দৃশ্যে ভরা-‘চট্টগ্রাম’। জাদুশিল্পের পথিকৃত জাদুগীর আলাদেনের প্রচেষ্টাতেই সর্বপ্রথম চট্টগ্রামে জাদুশিল্পের চর্চা ও এর ব্যাপক প্রসার ঘটে। জাদুশিল্পীদের মধ্যে সৌভ্রাতৃত্ব সৃষ্টি ও জাদুর উন্নয়নকল্পে জাদুগীর আলাদেনের হাত ধরেই সর্বপ্রথম ১৯৮৭ সালের ২৩ নভেম্বর প্রতিষ্ঠিত হয় ‘বাংলাদেশ জাদু উন্নয়ন পরিষদ’। সেই থেকে অদ্যবধি পরিশীলিত জাদুর চর্চা ও এর উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে এই জাদু সংগঠনটি। ‘বাংলাদেশ জাদু উন্নয়ন পরিষদ’ এর দীর্ঘপথ পরিক্রমায় ১৯৯০, ১৯৯৭ ও ২০০২ সালে জাদু সম্মেলন অনুষ্ঠিতহয়, যেখানে দেশ-বিদেশের জাদুশিল্পীরা স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় আগামী ৩০ ও ৩১ ডিসেম্বর’২০১৯ ‘বাংলাদেশ জাদু উন্নয়ন পরিষদ’ থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রামে ২দিনব্যাপী জাদু উৎসবের আয়োজন করেছে। অনুষ্ঠানে সকলের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরোও সমৃদ্ধ আর স্বার্থক করে তুলবে বলে আশা ব্যক্ত করেছেন, অনুষ্ঠানটির আহ্বায়ক ইকবাল চৌধুরী ও সদস্য সচিব আমিনুল ইসলাম।