Current Bangladesh Time
রবিবার মে ১৯, ২০২৪ ৮:০৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঘূর্ণিঝড় মোকাবিলায় ব‌রিশা‌লে জরুরি সভা : প্রস্তুত ১০৫২ টি আশ্রয়‌ কেন্দ্র 
Monday October 24, 2022 , 2:34 pm
Print this E-mail this

জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়

ঘূর্ণিঝড় মোকাবিলায় ব‌রিশা‌লে জরুরি সভা : প্রস্তুত ১০৫২ টি আশ্রয়‌ কেন্দ্র


শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ মোকাবিলায় বরিশাল জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি জরুরি সভা করেছে। রোববার রাতে জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এই সভা হয়। ব‌রিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপ‌তি‌ত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনাররা (ভূমি) উপ‌স্থিত ছি‌লেন। সভায় ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় ১০৫২‌টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখ‌ার বিষয়‌টি নি‌শ্চিত করা হয়। সেখানে আড়াই লাখ মানুষ আশ্রয় নি‌তে পার‌বে। সভায় শিক্ষা প্রতিষ্ঠানগু‌লো‌কে আশ্রয় কেন্দ্র হি‌সে‌বে ব‌্যবহা‌রের নি‌র্দেশনা দেয়া হয়। জেলার সর্বত্র মাই‌কিং ও আবহাওয়ার সর্বশেষ তথ‌্য প্রচার করা, প্রাণিসম্পদ রক্ষায় গুরুত্ব আরোপ, সিপিপি, রেড ক্রিসেন্টসহ স্বেচ্ছাসেবী সব সংগঠনকে দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রাখতে বলা হয়েছে। জেলা-উপজেলা পর্যায়ে দুর্যোগ মোকাবেলায় কন্ট্রোল রুম খোলা এবং উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, যাতে স্বল্প সময়ের নোটিশে তারা নিরাপদ আশ্রয়ে যেতে পারে। সে সঙ্গে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।




Archives
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস