Current Bangladesh Time
বুধবার অক্টোবর ৮, ২০২৫ ৫:৩৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » গত কয়েকটা দিন বাঙালি অভিনেত্রী বৃষ্টি রায়ের জীবনে দুঃস্বপ্নের মতো কেটেছে! 
Wednesday September 4, 2019 , 6:42 pm
Print this E-mail this

গত কয়েকটা দিন বাঙালি অভিনেত্রী বৃষ্টি রায়ের জীবনে দুঃস্বপ্নের মতো কেটেছে!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : গত কয়েকটা দিন বাঙালি অভিনেত্রী বৃষ্টি রায়ের জীবনে দুঃস্বপ্নের মতো কেটেছে। রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে ফোন আসছে তার কাছে। প্রতিটি ফোনেই অশ্লীল প্রশ্ন ও প্রস্তাব। প্রথমে হকচকিয়ে গেলেও ঠিক কী হচ্ছে বুঝতে পারেননি তিনি। পরে তার কাছে বিষয়টা পরিষ্কার হতেই হতভম্ব হয়ে যান অভিনেত্রী। জানতে পারেন লোকাল ট্রেন ও স্টেশনে গত ১০ দিন ধরে একটি পোস্টার দেখা যাচ্ছে। সেখানে তার নাম, মোবাইল নম্বর ও ছবি দিয়ে জানানো হয়েছে, বৃষ্টি দেহ ব্যবসার সঙ্গে যুক্ত। আর সেখান থেকেই সূত্রপাত অশান্তির। একের পর এক ফোন পেতে থাকেন বৃষ্টি। সংবাদ সংস্থা আইএএনএসকে বৃষ্টি জানান, ‘‘আমার কাছে ২৪ অগস্ট থেকে বিভিন্ন অজানা নম্বরের ফোন আসতে থাকে। প্রথমে আমি ভেবেছিলাম ভুয়ো কল। পরে এক বন্ধু আমায় লোকাল ট্রেনের পোস্টারের বিষয়ে জানায়। ওই পোস্টারে দেহ ব্যবসার কথা লেখা ছিল। আমর নাম, ছবি ও ফোন নম্বর দেয়া ছিল। আমি শকড হয়ে যাই। বুঝতে পারছিলাম না কী ভাবে রিঅ্যাক্ট করব।” একের পর এক ফোন পেতে থাকেন বৃষ্টি। ফোনে তাকে নানা রকম অশালীন প্রস্তাব দিতে থাকেন লোকেরা। সোনারপুরের মালঞ্চয় থাকেন বৃষ্টি। জানাচ্ছেন, মঙ্গলবার সকালেও তিনি এই ধরনের ফোন পেয়েছেন। বাংলা ধারাবাহিকের চেনা মুখ বৃষ্টি। ‘বউ কথা কও’, ‘তোমায় আমায় মিলে’, ‘সুবর্ণলতা’, ‘ভূমিকন্যা’র মতো সিরিয়ালে তাকে দেখা গিয়েছে। বাংলা ছবিতেও কাজ করেছেন বৃষ্টি। তবে ‌এই মুহূর্তে কোনও কাজ করছেন না অভিনেত্রী। তিনি আরও জানাচ্ছেন, ‘‘আমি ফোন নম্বর বদলে ফেলব বলে ঠিক করেছিলাম। কিন্তু এখনই করতে পারব না, কারণ পুলিশ তদন্ত করছে। ওদের এই নম্বর দরকার, কারণ এটাই পোস্টারে দেওয়া আছে। তাছাড়া আমার সব জরুরি নম্বর এতেই আছে। তাই রাতারাতি এটা বদলাতে পারব না।” তিনি আরও বলেন, ‘‘আমি জানি আমি নির্দোষ। এটা কেউ আমাকে বিরক্ত করার জন্য করেছে। কিন্তু আমি এত সহজে হার মানতে রাজি নই। আমার বিশ্বাস দোষীরা তাড়াতাড়ি ধরা পড়বেন।” সোনারপুর থানায় অভিযোগ জানিয়েছেন বৃষ্টি। পুলিশ আধিকারিক রশিদ খান বলছেন, ‘‘আমরা তদন্ত শুরু করে দিয়েছি। এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।”




Archives
Image
বরিশালে মা ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলা, আহত ৫
Image
বরিশালে পুলিশের সামনেই খুন হয় স্বেচ্ছাসেবক দলনেতা লিটু
Image
মেধাবী খুদে ক্রিকেটার রিয়ানের পাশে বরিশাল জেলা প্রশাসক
Image
এনএসসি মনোনীত নতুন বিসিবি পরিচালক হচ্ছেন রুবাবা দৌলা
Image
পদার্থে নোবেল পেলেন মার্কিন তিন বিজ্ঞানী