Current Bangladesh Time
শুক্রবার মে ১৭, ২০২৪ ১১:৪৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার বদ্ধ পরিকর : ড.মাহফুজুর রহমান 
Monday December 13, 2021 , 11:05 am
Print this E-mail this

সাংবাদিকদের নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশনের আহবান

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার বদ্ধ পরিকর : ড.মাহফুজুর রহমান


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : এটিএন বাংলার চেয়ারম্যান ড.মাহফুজুর রহমান বলেছেন, সরকার গনমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে বদ্ধ পরিকর। অনলাইন গণমাধ্যমের ব্যাপারে তিনি বলেন, এখনো নীতিমালা প্রণয়ন হয়নি তাই কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হচ্ছে। নীতিমালা প্রণয়ন হলে কোন সমস্যা হবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের কার্য্যক্রমের প্রশংসা করে বলেন, সাংবাদিকদের মানোন্নয়নের জন্য বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব যে পদক্ষেপ নিয়েছে তা প্রশংসনীয়। তিনি সাংবাদিকদের নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশনের আহবান জানান। বরিশাল হোটেল গ্রান্ড পার্কে রোববার রাতে মতবিনিময়কালে বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে এক সৌজন্য স্বাক্ষাৎকালে এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন-বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব কাজী আবুল কালাম আজাদ, সহ-সভাপতি মঈন তুষার, এম আর প্রিন্স, যুগ্ম-সম্পাদক মামুনুর রশীদ নোমানী, কোষাধ্যক্ষ দুলাল হোসেন, সদস্য মামুন-অর-রশিদ, মাসুদ শিকদার, এম সাইফুল ইসলাম রাজু,মাসুদ হোসেন, এটিএন বাংলার বরিশালের সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ হুমায়ুন কবির প্রমুখ।




Archives
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস
Image
বরগুনার বেতাগীতে স্পর্শ করলেই অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা!
Image
নতুন করে আস্থার সম্পর্ক গড়তেই এ সফর : ডোনাল্ড লু