Current Bangladesh Time
বুধবার অক্টোবর ১৫, ২০২৫ ৪:৪১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » গণভোট জাতীয় নির্বাচনের ‘টেস্ট ম্যাচ’ হিসেবে কাজ করতে পারে: অধ্যক্ষ জহির উদ্দিন 
Tuesday October 14, 2025 , 4:21 pm
Print this E-mail this

জনগণের ভোটের সুরক্ষা নিশ্চিত করার জন্য পি আর পদ্ধতির কোনো বিকল্প নেই

গণভোট জাতীয় নির্বাচনের ‘টেস্ট ম্যাচ’ হিসেবে কাজ করতে পারে: অধ্যক্ষ জহির উদ্দিন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মু.বাবর বলেছেন, দেশে ভোটের কোনো নিরাপত্তা নেই। দেশের জনগণের মতামতের ভিত্তিতে সরকার গঠিত না হয়ে রাজনৈতিক দূর্বৃত্তায়নের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক শক্তি রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হচ্ছে। ভোটের নামে বারবার জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে।

জনগণের ভোটের সুরক্ষা নিশ্চিত করার জন্য পি আর (প্রজনন রেজিস্ট্রেশন) পদ্ধতির কোনো বিকল্প নেই। পি আর পদ্ধতির দাবিতে বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর সদর রোডে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যক্ষ জহির উদ্দিন আরও বলেন, গণভোট জাতীয় নির্বাচনের ‘টেস্ট ম্যাচ’ হিসেবে কাজ করতে পারে। যারা জুলাই সনদের আইনি ভিত্তি মেনে নিতে চায় না, তারা যুক্তি দেখাচ্ছে, জাতীয় নির্বাচনের আগে গণভোটে যদি কোনো সমস্যা হয়, তাহলে জনগণ ভোটের প্রতি আস্থা হারাবে। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, নভেম্বরের মধ্যে গণভোট এবং ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। যারা একদিনে গণভোট ও জাতীয় নির্বাচন করতে চায়, তাদের উদ্দেশ্য ক্ষতিকর। কারণ, গণভোটে জুলাই সনদ পাস হলে জাতীয় নির্বাচনের ব্যবস্থায় পরিবর্তন আসবে, ভোট চুরি বা কেন্দ্র দখল করা যাবে না এবং ফ্যাসিবাদ ও একনায়কতন্ত্র প্রতিষ্ঠা ঠেকানো সম্ভব হবে। মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-মহানগর নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, মুহাম্মদ আতিকুল্লাহ, তারিকুল ইসলাম, মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, মাওলানা শফিউল্লাহ তালুকদার, শামীম কবির, জাফর ইকবাল, মাহফুজুর রহমান আমিন ও কাউনিয়া থানা আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান প্রমুখ।




Archives
Image
রাজধানীর মিরপুরে অগ্নিকাণ্ড : নিহত ১৬ জনের মধ্যে ৭ জন নারী, ৯ জন পুরুষ
Image
বরিশালে সন্দেহভাজন ভারতীয় নারী আটক
Image
বরিশালে বিশ্ব মান দিবস পালন
Image
বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন
Image
গণভোট জাতীয় নির্বাচনের ‘টেস্ট ম্যাচ’ হিসেবে কাজ করতে পারে: অধ্যক্ষ জহির উদ্দিন