Current Bangladesh Time
শনিবার নভেম্বর ৮, ২০২৫ ১২:৫৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » খাদ্য প্রস্তুত ও বিপণনকারী প্রতিষ্ঠান বনফুল গ্রুপের বরিশালে এক শাখার উদ্বোধনে ব্যাপক হট্টগোল 
Tuesday September 10, 2019 , 8:44 pm
Print this E-mail this

খাদ্য প্রস্তুত ও বিপণনকারী প্রতিষ্ঠান বনফুল গ্রুপের বরিশালে এক শাখার উদ্বোধনে ব্যাপক হট্টগোল


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : খাদ্য প্রস্তুত ও বিপণনকারী প্রতিষ্ঠান বনফুল গ্রুপের বরিশালে এক শাখার উদ্বোধনে হট্টগোল সৃষ্টি হওয়ায় সমালোচনার ঝড় উঠেছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় নগরীর ফকির বাড়ি রোড (সদর রোডের সম্মূখে) এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানা যায়, বনফুলের নতুন শাখা উদ্বোধন ও দোয়া মোনাজাতের আয়জোন করা হয় আসর বাদ। দোয়া মোনাজাতে অংশ নেয় অতিথি ও স্থানীয় মুসুল্লিরা। দোকানের সমানে সড়কেও ভরে যায় মানুষে। মোনাজাত শেষে প্রথম দিকে সুষ্ঠভাবে তবারক বিতরন চললেও হঠাৎ করে বাহিরে সৃষ্টি হয় হট্টোগোল। প্যাকেট না পেয়ে কিছু মানুষ দোকানের গেটে সাজানো বেলুন সহ অন্যান্য সাজসজ্জা ছিঁড়ে ফেলেন। এতে কয়েক মিনিটের জন্য বন্ধ হয়ে যায় সড়কে যানচলাচল। পরে কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে দোকানের সাটার বন্ধ করে দেয়। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ হলে কর্তৃপক্ষ পূণরায় তবারক বিতরন শুরু করেন এতে আবারও সৃষ্টি হয় বিশৃঙ্খলা, এক পর্যায়ে শুরু হয় হাতাহাতি। স্থানীয় এক মুসুল্লি বলেন, “এভাবে কোন দোয়া মোনাজাত হতে পারে না, ভিতরের চেয়ে বাহিরে প্রচুর মানুষ ছিলো, দোয়া মোনাজাত ও তবারক বিতরনের নামে এমনটি করা বনফুল কর্তৃপক্ষের মোটেই ঠিক হয়নি।” এদিকে এ বিষয়ে বনফুলের কর্মকর্তাদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

সূত্র : বিডি ক্রাইম ২৪




Archives
Image
চাকরি ফিরে পেতে বরিশালে থালা-বাটি নিয়ে অবস্থান ও বিক্ষোভ
Image
প্রার্থী ঘোষণার মাধ্যমে সরোয়ারের প্রত্যাবর্তন, বরিশাল বিএনপিতে ঐক্যের সুর
Image
ডিসেম্বরেই খুলে দেওয়া হবে বরিশালের ‘গোমা সেতু’
Image
পিরোজপুরের ৩টি আসনের মধ্যে দুটিতে বিএনপির প্রার্থী ঘোষণা
Image
রাস্তা সংস্কারের দাবিতে বরিশালে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন