Current Bangladesh Time
বৃহস্পতিবার মে ২, ২০২৪ ৯:১০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ক্যান্সার আক্রান্ত ছোঁয়াকে বাঁচাতে এগিয়ে আসুন 
Tuesday May 5, 2020 , 10:20 pm
Print this E-mail this

মুক্তার বাজারে “ছোঁয়া মেডিকেল হল ” নামে ছোট একটা ফার্মেসি আছে তার বাবার

ক্যান্সার আক্রান্ত ছোঁয়াকে বাঁচাতে এগিয়ে আসুন


এবিএম জাকিরুল হক টিটন : নর্থ সাউথ ইউনিভার্সিটির বিবিএ পড়া নির্মল সুন্দর মেয়েটির নাম সারাবান তহুরা ছোঁয়া। তার লেখা পড়াই থেমে যায়নি, ক্যান্সারে আক্রান্ত হয়ে এখন ঘোর অন্ধকার সামনে। ব্যয়বহুল উন্নত চিকিৎসার ভার বহন করার সামর্থ তার বাবার নেই। আপনি আমি আমরা সবাই মানবিক হৃদয়ে সহযোগিতার হাত বাড়ালেই ছোঁয়াকে বাঁচাতে পারি। আসুন না ক্যান্সার আক্রান্ত ছোঁয়াকে বাঁচাতে সাহায্য করি। যে যা পারেন তাকে চিকিৎসার জন্য অর্থ দিন, অন্যকেও দিতে বলুন। সারাবান তহুরা ছোয়ার বাড়ি টঙ্গী কলেজ গেটের মুক্তার বাজার। ওর বাবা মো: মির্জা হোসেন। ছোঁয়া’রা তিন ভাই বোন। মুক্তার বাজারে “ছোঁয়া মেডিকেল হল ” নামে ছোট একটা ফার্মেসি আছে তার বাবার। পরিবারের একমাত্র আয়ের পথ। এই ফার্মেসির আয় দিয়েই বাবা দুই ছেলেসহ তাকে লেখাপড়া শিখিয়েছেন। আর আদরের মেয়ে ছোঁয়াকে পড়াতেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বি বি এ তে। লক্ষী মেয়েটা সুন্দর ভাবে ৭টি সেমিষ্টার শেষও করেছিলো। অনেক স্বপ্ন দেখেছিলো মেয়েটি। রুপবতী ছোঁয়া হঠাৎ ২০১৮ সালের মে মাসে অসুস্থ্য হয়। মনে করেছিলে সামান্য পেটের ব্যাথা। কিন্তু না, এটা সাধারণ কোনো ব্যাথা নয়। পরিক্ষা নিরিক্ষা শেষে ডাক্তার জানালেন ছোঁয়া’র স্টমাকে ক্যানসার। ২২/২৩ বছরের একটা মেয়ে! ডাক্তাররা মনে করলেন অপারেশনে সেরে উঠবে মেয়েটা। তিনবার অপারেশন হলো ওর স্টমাকে। মেয়েটা এখনও ক্যান্সার থেকে মুক্তি পায়নি। এখন কেমো চলছে। ওর অনেক বাঁচার আশা। কিন্তু বাঁচতে হলে আরো উন্নত চিকিৎসা দরকার। তার জন্য টাকার দরকার। নিম্ন মধ্যবিত্ত পরিবারের জমানো টাকা শেষ হয়ে গেছে। আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের সহযোগিতাও প্রায় শেষের দিকে। তাই এখন সমাজের মানবিক বিত্তবানদের কাছে সহয়োগিতার জন্য হাত বাড়িয়েয়েছে বড় আশা করে। সে বাঁচতে চায়। আসুননা আমরা সবাই সাধ্যমত ছোঁয়া’র পাশে দাড়াই। আমাদের একটু সহযোগিতা ওর জীবনকে বাঁচাতে সাহায্য করবে। মেয়েটার সাথে কথা বললে, ওকে দেখলে আপনাদের চোঁখে অশ্রু আসবে। মনে হবে নিজের মেয়ে। ছোঁয়া’কে আর্থিক সাহায্য পাঠানোর বিস্তারিত নীচে দেওয়া হলো।

সহযোগিতা পাঠানের জন্য যোগাযোগ করতে পারেন : ০১৭৪৩৭৬৯৬৬৫

বিকাশ, নগদ, রকেটেও ওই একই নম্বরে টাকা পাঠিয়ে সহযোগিতা করতে পারেন।

ব্যাংক একাউন্ট

১১৭১৫১৮৭৩৪৩

সারাবান তহুরা ছোঁয়া

জসিম উদ্দিন ব্রাঞ্চ

ডাচ্ বাংলা ব্যাংক লি:

০০৪৪০৩১০০১৩৫৬০

ট্রাস্ট ব্যাংক লিমিটেড বসুন্ধরা ব্রাঞ্চ

ট্রাস্ট ব্যাংক লিমিটেড বসুন্ধরা ব্রাঞ্চ

সূত্র : পূর্ব-পশ্চিম

 




Archives
Image
গণমাধ্যমের স্বাধীনতা জনগণের বৃহত্তর স্বার্থে হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
Image
মিল্টন সমাদ্দারের নামে তিন মামলায় যেসব অভিযোগ
Image
নগদ ঘুষ ছাড়া নড়েন না বরিশাল পল্লী বিদ্যুতের কর্মকর্তারা!
Image
বরিশালে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ, ইউপি সদস্য গ্রেফতার
Image
অর্থ আত্মসাৎ মামলায় ড. ইউনূস’র জামিন