Current Bangladesh Time
বৃহস্পতিবার মে ১৬, ২০২৪ ১১:৪৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » করোনা সন্দেহে ২ জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি 
Tuesday March 24, 2020 , 11:33 am
Print this E-mail this

তারা আসলে করোনা আক্রান্ত ছিলো না, হাসপাতালে ভর্তির দুদিন পরই দু’জনকে ছাড়পত্র দেয়া হয়

করোনা সন্দেহে ২ জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি


নিজস্ব প্রতিবেদক : বরিশালে করোনা সন্দেহে দুই যুবককে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে তাদের ভর্তি করা হয়। হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন জানান, রাত ৮টার দিকে নগরীর ৮নং ওয়ার্ডের বাজার রোড এলাকার বাসিন্দা (২৩) শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়। প্রাথমিক পরীক্ষা নিরিক্ষা শেষে করোনা সন্দেহে তাকে করোনা ইউনিটে স্থানান্তর করা হয়। ঢাকায় চাকুরী করে অসুস্থ্ হয়ে বরিশালে এসে হাসপাতালে ভর্তি হয়। অপরদিকে রাত ৯টায় বানারীপাড়া উপজেলোর বাসিন্দা জ্বর, গলাব্যাথা ও কাশি নিয়ে জরুরী বিভাগে আসলে তাকেও করোনা সন্দেহে করোনা ইউনিটে ভর্তি করা হয়। গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। পরিচালক জানান, করোনা সন্দেহে ভর্তি হওয়া দুই রোগীর সার্বিক তথ্য কেন্দ্রে সংশ্লিষ্ট কতৃপক্ষকে জানানো হয়েছে। তাদের নির্দেশনানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। এর আগে গত ১৯ ও ২১ মার্চ করোনা সন্দেহে আরও ২ রোগীকে শোবচিম’র করোনা ইউনিটে ভর্তি করা হলেও তারা আসলে করোনা আক্রান্ত ছিলো না। হাসপাতালে ভর্তির দুদিন পরই দু’জনকে ছাড়পত্র দেয়া হয়।




Archives
Image
নতুন করে আস্থার সম্পর্ক গড়তেই এ সফর : ডোনাল্ড লু
Image
বরিশালে সিনথিয়ার দায়িত্ব নিলেন ইউএনও ফারিহা
Image
উপজেলা ভোটে আচরণবিধি ভঙ্গের অভিযোগ এমপি পঙ্কজ নাথের বিরুদ্ধে
Image
বরিশালে ধর্ষণের পর শিশুকে হত্যা, পিতা-পুত্র গ্রেফতার
Image
গুলিস্তানে কিনে ‘পাকিস্তানি কাপড়’ বলে বিক্রি করেন তনি!