Current Bangladesh Time
রবিবার মে ১৯, ২০২৪ ৪:৫৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » করোনা ল্যাবে তৈরি হয়নি; ট্রাম্পের বিরুদ্ধে আমেরিকান গোয়েন্দা সংস্থা 
Friday May 1, 2020 , 7:29 pm
Print this E-mail this

করোনাভাইরাস মানুষের তৈরি নয় বা জিনগত ভাবে এর কোনও পরিবর্তন ঘটানো হয়নি

করোনা ল্যাবে তৈরি হয়নি; ট্রাম্পের বিরুদ্ধে আমেরিকান গোয়েন্দা সংস্থা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : চিনের উহানের ল্যাবে নোভেল করোনাভাইরাস তৈরি হয়েছে বলে নানা কথা উঠলেও এবার সে দাবি ভেস্তে দিল খোদ আমেরিকার গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার তারা জানায়, মানুষের তৈরি নয় এই ভাইরাস। গোটা বিশ্বে সংক্রমণ ছড়ানোর পরই চীনের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জন্য চীনকে ক্ষতিপূরণও দিতে হবে বলেও হুমকি দিয়েছেন তিনি। ট্রাম্পের সেই বক্তব্যের পরই মার্কিন গোয়েন্দা বিভাগ এমন তথ্য তুলে ধরেছে। করোনার সংক্রমণ ছড়ানোর পর পরই জল্পনা ছড়ায় ভাইরাসটি মানুষের তৈরি। গত ৮ এপ্রিল প্রকাশিত পিউ রিসার্চ সেন্টারের এক সমীক্ষায় দেখা গিয়েছে, ২৯ শতাংশ মার্কিন নাগরিক বিশ্বাস করেন ভাইরাসটি ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে। কিন্তু সেই দাবির পোক্ত কোনও প্রমাণ এখনও পর্যন্ত মেলেনি। তার পরই বৃহস্পতিবার আমেরিকার ‘অফিস অব দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স’ জানায়, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এত দিন ধরে তদন্ত করে এই সিদ্ধান্তে এসেছে যে, করোনাভাইরাস মানুষের তৈরি নয় বা জিনগত ভাবে এর কোনও পরিবর্তন ঘটানো হয়নি। যদিও ভবিষ্যতেও গোয়েন্দারা এই ভাইরাসের উত্স নিয়ে তদন্ত করে যাবেন বলে জানানো হয়েছে।




Archives
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস