Current Bangladesh Time
সোমবার সেপ্টেম্বর ১৫, ২০২৫ ২:১০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » করোনা ঝুঁকি রোধে ঝালকাঠিতে সাংবাদিকদের মাঝে পুলিশ সুপারের পিপিই বিতরণ 
Thursday April 23, 2020 , 8:37 pm
Print this E-mail this

সাংবাদিকদের স্বাস্থ্য ঝুঁকি বেড়েই যাচ্ছে, ‘পিপিই’ পেয়ে সাংবাদিকরা পুলিশ সুপারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন

করোনা ঝুঁকি রোধে ঝালকাঠিতে সাংবাদিকদের মাঝে পুলিশ সুপারের পিপিই বিতরণ


নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাসের সংক্রামন রোধে করোনা প্রতিরোধে কাজ করার সময় জীবনের ঝুঁকি এড়াতে সহায়তার জন্য ঝালকাঠিতে পিপিই পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট বা ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম প্রদান করেছেন জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। বুধবার দুপুরে জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন তার কার্যালয়ে সাংবাদিকদের ডেকে নিজ হাতে ‘পিপিই’ তুলে দেন। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের নির্দেশে ঘরমুখী মানুষের বিভিন্ন সমস্যা সহ জেলার বিভিন্ন স্থানে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে, আবার কখনও প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্বাস্থ্য কর্মীদের সাথে মাঠে কাজ করছেন গণমাধ্যম কর্মীরা। এ অবস্থায় তাদের কোন ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম না থাকায় গণমাধ্যম কর্মীরা স্বাস্থ্য ঝুঁকিতেই থেকে যাচ্ছেন। এ বিষয় পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, দেশের এ পরিস্থিতিতে গণমাধ্যম কর্মীরা গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেছে। ঝুঁকিপূর্ণ কাজে সাংবাদিকরাই সবার আগে মানুষের কাছে ছুটে যায়, বর্তমানে দেশে প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে তাদের নিজেদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে আরো আগে থেকেই ‘পিপিই’ প্রয়োজন ছিল। বিভিন্ন সময়ে সংবাদ সংগ্রহের জন্য পার্সোনাল প্রটেকটিভ ইকুইভমেন্ট (পিপিই) ছাড়াই তারা ছুটে যাচ্ছেন হাসপাতাল এবং আক্রান্ত রোগীর বাড়ি। এতে করে সাংবাদিকদের স্বাস্থ্য ঝুঁকি বেড়েই যাচ্ছে। এই বিষয়টি বিবেচনা করে  ঝালকাঠি জেলা পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের মাঝে ‘পিপিই’ উপহার দিয়েছেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।  সাংবাদিকদের মাঝে ‘পিপিই’ প্রদানের সময়  জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: হাবীবুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) মো: ছোয়াইব এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহমুদ হাসান উপস্থিত ছিলেন। এ সময় ‘পিপিই’ পেয়ে সাংবাদিকরা পুলিশ সুপারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।




Archives
Image
ফেব্রুয়ারির নির্বাচন হবে মহোৎসবের : প্রধান উপদেষ্টা
Image
প্রথম বিসিএস পরীক্ষায় দুই বোন-ই স্বাস্থ্য ক্যাডার
Image
বাংলাদেশিদের জন্য চীনা ভিসা আবেদন প্রক্রিয়ায় নতুন নিয়ম
Image
বরিশাল-৫ আসনে মনোনয়ন চান বিএনপির চেয়ারপারসনের দুই উপদেষ্টা
Image
বরিশালে ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবিতে মানববন্ধন