Current Bangladesh Time
শুক্রবার মে ১৭, ২০২৪ ১:১৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন অতিরিক্ত সচিব তৌফিকুল আলম 
Friday May 22, 2020 , 3:34 pm
Print this E-mail this

রাজধানীর আজিমপুর কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে জানা গেছে

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন অতিরিক্ত সচিব তৌফিকুল আলম


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন কিছুদিন আগেই অবসরোত্তর ছুটিতে যাওয়া (পিআরএল) তথ্য কমিশনের অতিরিক্ত সচিব তৌফিকুল আলম (৫৯)। (ইন্নালিল্লাহি…রাজিউন) এপ্রিলের শুরুর দিকেই করোনা পজিটিভি হয়েছিলেন কৃষিবিদ তৌফিকুল। শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। ঢামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন ও কৃষিবিদ ইনস্টিটিউটের মহাসচিব খাইরুল আলম প্রিন্স জানান, কোভিড-১৯ আক্রান্ত হওয়ার পর থেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন তৌফিকুল আলম। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, এপ্রিলের প্রথমেই করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হন তৌফিকুল আলম। তাঁকে ঢামেক করোনা ইউনিট চালুর পরই এখানে ভর্তি করা হয়। শুরুতে তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়। কিছুদিন পর তিনি কিছুটা সুস্থ হলে তাঁকে ভিআইপি কেবিনে নেওয়া হয়। এরপর আবার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। নাসির উদ্দিন বলেন, সবশেষ তাঁকে হাসপাতালের নতুন ভবনের আইসিইউতে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার(২২ মে) সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। বিসিএস অষ্টম ব্যাচের (১৯৮৬) কর্মকর্তা ছিলেন তৌফিকুল আলম। সবশেষ তথ্য কমিশনের সচিব ছিলেন তিনি। গত ফেব্রুয়ারিতে তিনি এলপিআরে যান। রাজধানীর আজিমপুর কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে জানা গেছে।

গভীর শোক প্রকাশ করেছে – বরিশাল মুক্তখবর পরিবার




Archives
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস
Image
বরগুনার বেতাগীতে স্পর্শ করলেই অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা!
Image
নতুন করে আস্থার সম্পর্ক গড়তেই এ সফর : ডোনাল্ড লু