Current Bangladesh Time
বুধবার জুলাই ২, ২০২৫ ১:৩৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় বাংলাদেশকে ২০ লাখ হাইড্রোক্সিক্লোরোকুইন ওষুধ দেবে ভারত 
Sunday April 12, 2020 , 10:35 pm
Print this E-mail this

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ট্যাবলেট সরবরাহের জন্য ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন

করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় বাংলাদেশকে ২০ লাখ হাইড্রোক্সিক্লোরোকুইন ওষুধ দেবে ভারত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় বাংলাদেশকে ২০ লাখ ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন (এইচসিকিউ) দেবে ভারত। রবিবার (১২ এপ্রিল) সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে। খবরে বলা হয়েছে, বাংলাদেশসহ মোট ১৩ টি দেশকে ভারত এই ওষুধ দিতে যাচ্ছে। দেশগুলোর মধ্যে রয়েছে, যুক্তরাষ্ট্র, স্পেন, জার্মানি, ব্রাজিল, বাহরাইন, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালদ্বীপ। এদিকে ভারতের কাছ থেকে যুক্তরাষ্ট্র ৪৮ লাখ এইচসিকিউ ট্যাবলেট চেয়েছিল। কিন্তু তাদেরকে ৩৫ লাখ ৮২ হাজার ট্যাবলেট দেওয়া হবে। দেশটিকে ৯ মেট্রিক টন কাঁচামালও সরবরাহ করবে ভারত। খবরে আরও বলা হয়েছে, ব্রাজিল ও কানাডা ৫০ লাখ করে ট্যাবলেট পাবে দ্বিতীয় চালানে। প্রথম চালানে ব্রাজিলকে ০.৫৩ মেট্রিক টন কাঁচামাল (এপিআই) দেওয়া হবে। দক্ষিণ এশিয়ার নেপাল ১০ লাখ, ভুটান ২ লাখ, আফগানিস্তান ৫ লাখ ও মালদ্বীপ ২ লাখ এইচসিকিউ ট্যাবলেট পাবে। দ্বিতীয় চালানে শ্রীলঙ্কা পাবে ১০ লাখ ট্যাবলেট। দ্বিতীয় দফায় জার্মানিকে ৫০ লাখ ট্যাবলেট দেওয়া হবে। প্রথম চালানে দেশটি ১.৫ মেট্রিক টন কাঁচামাল পাচ্ছে। এছাড়া যেসব দেশ এইচসিকিউ ট্যাবলেট পাবে সেগুলো হলো সিসিলিস ও ডমিনিকান রিপাবলিক। বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইচসিকিউ ট্যাবলেট সরবরাহের জন্য ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন।




Archives
Image
গুমের শিকার বাবার সন্তানের কান্নায় কাঁদলেন তারেক রহমান
Image
বরিশালে চালের দাম বাড়ায় মানববন্ধন
Image
স্বৈরাচার প্রথম পাতা মেলার আগেই যেন তাকে ধরে ফেলা যায় : প্রধান উপদেষ্টা
Image
বরিশাল বিএম কলেজের প্রশাসনিক ভবনে তালা
Image
আসিফ মাহমুদের অস্ত্রের লাইসেন্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা