Current Bangladesh Time
রবিবার মে ৫, ২০২৪ ২:১২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » করোনার প্রার্দুভাবে বরিশালে কর্মহীন সংস্কৃতিক শিল্পীদের মাঝে প্রণোদনা প্রদান 
Wednesday June 30, 2021 , 6:01 pm
Print this E-mail this

চেক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন-বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার

করোনার প্রার্দুভাবে বরিশালে কর্মহীন সংস্কৃতিক শিল্পীদের মাঝে প্রণোদনা প্রদান


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : করোনার প্রার্দুভাবে বরিশালে কর্মহীন সংস্কৃতিক শিল্পীদের মাঝে সাড়ে ৪ লক্ষ টাকা আর্থিক প্রণোদনা প্রদান করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। বুধবার (৩০ জুন) দুপুর ২ টায় জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমি বরিশালের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় করোনা ভাইরাস (কোভিট-১৯)’র সংক্রমনজনিত কারণে কর্মহীন হয়ে পড়া সংস্কৃতিসেবী শিল্পীদের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চেক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন-বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল মোঃ সোহেল মারুফ। বিশেষ অতিথি ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল রাজিব আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস, জেলা কালচারাল অফিসার হাসান রশিদ মাকসুদসহ চেক গ্রহণকারী শিল্পীরা। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে অতিথিরা বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কতৃক বরিশালে কোভিট ১৯ ভাইরাস সংক্রমণ জনিত সমস্যার কারণে ৯০ জন সংস্কৃতিসেবীদের মাঝে জনপ্রতি এককালীন ৫ হাজার টাকা করে ৪ লক্ষ ৫০ হাজার টাকার অর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া বরিশাল জেলার ২৭ টি সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে বাৎসরিক ৮ লক্ষ ৮০ হাজার টাকা দেওয়া হবে। পাশাপাশি ১২৯ জন অসচ্ছল সংস্কৃতিসেবীদের মাসিক কল্যাণ ভাতার টাকা প্রদান করা হবে।




Archives
Image
শ্রমিকের ওপর হামলায় সড়ক অবরোধ, উত্তপ্ত বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনাল
Image
বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে দলগত ধর্ষণ, গ্রেপ্তার ২
Image
সর্বনিম্ন রিচার্জের মেয়াদ বাড়াল গ্রামীণফোন
Image
বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেফতার
Image
পদত্যাগ করে দুধ দিয়ে গোসল বিএনপি নেতার