Current Bangladesh Time
বুধবার জুলাই ২, ২০২৫ ৫:১৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » করোনাভাইরাস পরিস্থিতি : মানুষের জন্য যা করছেন সৌরভ গাঙ্গুলি 
Friday April 3, 2020 , 5:25 pm
Print this E-mail this

শুধু মাঠেই নয় জীবনের যুদ্ধেও মানুষের পাশে থাকতে জানেন তিনি

করোনাভাইরাস পরিস্থিতি : মানুষের জন্য যা করছেন সৌরভ গাঙ্গুলি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাস মহামারি মোকাবিলায় ২১ দিনের লকডাউনে ভারত। অনেকটা হুট করেই এ নির্দেশনা দেওয়ায় বিপাকে পড়েছে দেশটির শত কোটি মানুষ। বিশেষ করে দিনমজুর, গৃহহীন ও দীর্ঘস্থায়ী রোগে ভুক্তভোগীদের অবস্থা খুবই করুণ। এমন পরিস্থিতিতে তাদের পাশে এসে দাড়িয়েছেন অনেকেই। তাদের একজন বিসিসিআই প্রেসিডেন্ট তথা ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। শুধু মাঠেই নয় জীবনের যুদ্ধেও মানুষের পাশে থাকতে জানেন তিনি। জাতীয় সংকট করোনায় বারবার সৌরভকে যেন পাওয়া যাচ্ছে সেই চেনা ছন্দে।

শুক্রবার (৩ এপ্রিল) করোনা সংকট নিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে একটি সাক্ষাতকার দিয়েছেন সৌরভ। সাক্ষাতকারটি হুবুহু তুলে ধরা হলো:

এই করোনা আতঙ্কের দিনে কী করছেন দাদা?

এখন তো টোটাল লকডাউন, ছুটিতে আছি। আর মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলাম। দেড় লাখ কিলো চাল দিয়েছি, যাদের প্রয়োজন সে রকম মানুষদের। খাবার পৌঁছে দিচ্ছি। এর পাশাপাশি দশ হাজার পিপিই কিট দেব। বেলুড় মঠে দু’হাজার কিলো চাল দিলাম। তারা প্রচুর গরিব মানুষকে খাওয়ান। তাদের মাধ্যমে ঠিক জায়গায় পৌঁছানো যায়। আমি তো নিজে পৌঁছাতে পারি না সব জায়গায়, সে জন্য ‘ইস্কন’র সঙ্গে টাই আপ করেছি। আমার আর আমার ফাউন্ডেশনের (সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশন) তরফ থেকে প্রতিদিন পাঁচ হাজার মানুষকে খাওয়াই। এ সবই করছি এখন, যতটা আমাদের পক্ষে সম্ভব। এভাবেই মানুষের পাশে আছি। সবাইকে মানুষের পাশে দাঁড়াতে হবে। না হলে সিচুয়েশন থেকে বেরনো যাবে না। খুব টাফ সিচুয়েশন। আমি জীবনে কখনও এ রকম দেখিনি।

বাড়ির কাজও করছেন?

কিছুই করি না। ফ্যামিলির মানুষদের সঙ্গে প্রচুর গল্প করছি। আর অনলাইনে বসে বিসিসিআই’র কাজ করছি। অনেক ইমেল করতে হয়, অনেক কন্ট্যাক্ট করতে হয়।

আপনার স্ত্রী ডোনা এবং কন্যা সানা বাড়ি সামলাচ্ছেন?

না, সানাকে কিছু করতে হয় না। ডোনা আছে, মা আছেন, বাড়িতে আরও মানুষরা আছেন, তারাই বাড়ি সামলাচ্ছেন।

সারাদিন কী করছেন?

বাড়িতেই থাকি বাড়ির মানুষদের সঙ্গে। আর সুইমিং করি, এক্সারসাইজ করি যাতে শরীরটাকে রেজিস্ট্যান্ট করে তুলতে পারি। এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ডায়েট মেনটেন করি। গরম পানি, মধু খাই। প্যারাসিটামল খেতে থাকি যাতে টেম্পারেচার না আসে। করোনার তো কোনও ওষুধ নেই, আপাতত সেভাবে কোনও চিকিৎসা নেই। তাই যতটা ঠিক থাকা যায়।

বাইরে গেলে কীভাবে সংস্পর্শ এড়ানোর চেষ্টা করছেন?

বেলুড় মঠ ছাড়া আর কোথাও যাইনি।

‘দাদাগিরি’ প্রায় শেষ…

হ্যাঁ। শুধু ফাইনাল শুটিং বাকি। লকডাউনের জন্য আটকে আছে। কবে শুটিং করা সম্ভব হবে এখনও কেউ জানে না। ‘দাদাগিরি’ নিয়ে কথা বলার টাইম এখন নয়। পরে হবে। এখন লকডাউনে সোশ্যাল হেল্প ভেরি ইম্পর্ট্যান্ট।

আপনি একজন দুঃস্থকেও সাহায্য করেছেন?

হ্যাঁ। সংবাদপত্রে দেখলাম, তিনি চা খেতে গিয়েছিলেন। তার খুব অসুবিধা হচ্ছে। তাকে খাবার পাঠিয়েছি।

আর খেলা?

খেলাটেলা এখন মাথায় নেই কিছু ম্যাডাম (বিষণ্ণ হাসি)। আগে সব কিছু ঠিক হোক। আমি দেখছি না পৃথিবীর কোথাও কোনও খেলা হবে। সবই তো ক্যানসেল হয়ে গেল। উইম্বল্ডন ক্যানসেল, ইউরো ক্যানসেল… আমাদের আইপিএল… সবই তো বন্ধ হয়ে গেল (কণ্ঠে খানিক হতাশা)। ফুটবলও বন্ধ… ইংলিশ প্রিমিয়ার লিগ বন্ধ, ফ্রেঞ্চ ওপেন বন্ধ। কিচ্ছু হবে না এখন। ইউরোপের অবস্থা খুব খারাপ। ইংল্যান্ড-টিংল্যান্ড দেখছেন তো… প্রতিদিন ৫শ’ করে লোক মরছে। মানে চারপাশে আতঙ্ক।

লকডাউন যদি আরও দীর্ঘায়িত হয়…

এভাবেই গৃহবন্দি থাকতে হবে। আর তো কিছু করার নেই। কিন্তু একটু ভয় লাগে… পৃথিবীতে কোনও সময় দেখিনি যে ফ্লাইট নেই, ট্রেন নেই, কোথাও যাওয়া যাচ্ছে না… প্রচণ্ড স্কেয়ারি। আশা করি বেশি দিন চলবে না, সব ঠিক হয়ে যাবে।

সূত্র : ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা/পূর্ব-পশ্চিম




Archives
Image
গুমের শিকার বাবার সন্তানের কান্নায় কাঁদলেন তারেক রহমান
Image
বরিশালে চালের দাম বাড়ায় মানববন্ধন
Image
স্বৈরাচার প্রথম পাতা মেলার আগেই যেন তাকে ধরে ফেলা যায় : প্রধান উপদেষ্টা
Image
বরিশাল বিএম কলেজের প্রশাসনিক ভবনে তালা
Image
আসিফ মাহমুদের অস্ত্রের লাইসেন্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা