Current Bangladesh Time
সোমবার জুলাই ৭, ২০২৫ ৩:৪১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » করোনাভাইরাস আক্রান্ত ২০ হাজার রোগীকে হত্যার অনুমোদন চায় চীন সরকার! 
Sunday February 9, 2020 , 8:06 pm
Print this E-mail this

করোনাভাইরাস আক্রান্ত ২০ হাজার রোগীকে হত্যার অনুমোদন চায় চীন সরকার!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : চীনে প্রাণঘাতী করোনাভাইরাস কেড়ে নিয়েছে ৮১২ জনের প্রাণ। শনিবার দেশটির স্বাস্থ্য বিভাগ বলছে, চীনজুড়ে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ৫৪৬। এর মধ্যে হুবেই প্রদেশেই আক্রান্তের সংখ্যা ২৫ হাজার। আর এমনই সময়ে এক সংবাদমাধ্যমের রিপোর্ট যেন আরও বেশ কিছুটা অস্বস্তি বাড়িয়ে দিয়েছে চীনের। ‘ab-tc.com’ নামের একটি সংবাদ মাধ্যম, যা সিটি নিউজ নামেও পরিচিত। তাদের ওয়েবসাইটে একটি প্রতিবেদনের শিরোনামে লেখা হয়েছে, ২০ হাজার করোনভাইরাসে আক্রান্ত রোগীকে প্রাণে মারতে সর্বোচ্চ আদালতের অনুমোদনের অপেক্ষায় রয়েচে চীন সরকার। রিপোর্টে দাবি করা হচ্ছে, সংক্রমণ যাতে আর না ছড়িয়ে পড়ে তা বন্ধ করতেই মূলত এই চিন্তাভাবনা করছে দেশটির সরকার। আর এই খবর বহু মানুষ নানান সোশ্যাল প্ল্যাটফর্মে ছড়িয়ে দিয়েছেন। তবে ইংরেজিতে লেখা সেই রিপোর্টের প্রথম বাক্যেই China কে লেখা হয়েছে Chhina। লেখা হয়েছে, ‘করোনাভাইরাসের সংক্রমণ রুখতে আক্রান্ত ২০ হাজার রোগীকে মারতে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম পিপলস কোর্টের অনুমোদনের অপেক্ষায় সরকার’। ওই রিপোর্টে একটি ডকুমেন্টের উল্লেখ করা হয়েছে, যেখানে ‘স্টেট’ কোর্টের কাছে লিখছে, ‘এই দেশটা হয়তো সমস্ত নাগরিকদেরই হারাবে, যদি না খুব শিগগিরই ওই আক্রান্তরা নিজেদের জীবনের মায়া ত্যাগ করে স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তের অন্যান্য আরও মানুষকে বাঁচান।’ প্রতিদিন কমপক্ষে ২০ জন স্বাস্থ্যকর্মী ভাইরাসটিতে আক্রান্ত হচ্ছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। ওই ওয়েবসাইট ‘ab-tc.com’কোনও বাইলাইন (রিপোর্টারের নাম) ছাড়াই কেবলমাত্র স্থানীয় সংবাদদাতা লিখেই এই গুরুতর খবরটি প্রকাশ করেছে। ভারতীয় গণমাধ্যম বলছে, এই ওয়েবসাইটটি ছাড়া আর কোন আন্তর্জাতিক মিডিয়া এ ধরনের খবর প্রকাশ করেনি। ফলে বেশ কিছু প্রশ্ন উঠে যায় ওই ওয়েবসাইটেরই নানান বিষয় নিয়ে। এমনকি নিউজে দায়িত্বশীল কোনো ব্যক্তির বক্তব্য নেয়া হয়নি। Snopes fact-check-এর তরফে কড়াভাবে এই রিপোর্টের সমালোচনা করা হয়েছে। আর বলা হয়েছে, কীভাবে দিনের পর দিন একটা ওয়েবসাইট এই ধরনের ভুয়া খবর প্রকাশ করতে পারে। একই সঙ্গে সেখানে আরও বলা হয়েছে যে, এই ধরনের ভুয়া খবর প্রকাশের জন্য এই ওয়েবসাইটকে বিশ্বাস করা যাবে না। এমনকি চীনের সুপ্রিম পিপলস কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট-এই বিষয়টি নিয়ে কোনও ঘটনার কথা উল্লেখ করা হয়নি। অন্যদিকে, সিঙ্গাপুর সরকার ৩০ জানুয়ারি, ২০২০ সালেই নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে ‘ab-tc.com’-এ প্রকাশিত খবরটিকে সম্পূর্ণভাবে ভুয়া বলে উড়িয়ে দেওয়া হয়েছে। সিঙ্গাপুর সরকারের তরফে আরও বলা হয়েছে যে, চীনে না গিয়েই সিঙ্গাপুরের পাঁচজন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত। এই ধরনের ওয়েবসাইটকে কখনই বিশ্বাস করা যায় না।




Archives
Image
বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সহ ১৯ কর্মকর্তাকে দুদকের তলব
Image
প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি : নাহিদ
Image
বরিশালে পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে আইজিপি
Image
সড়ক দুর্ঘটনায় পা হারানো সাগরের পাশে বরিশাল জেলা প্রশাসক
Image
মূলধারার গণমাধ্যমও ভুয়া তথ্যের ‍উৎস : প্রধান উপদেষ্টা