Current Bangladesh Time
বুধবার জুলাই ২, ২০২৫ ৪:৩৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ‘ওই কিরে’ বলে ভাইরাল তরমুজবিক্রেতাকে ব্যবসা করতে দেওয়ার আহ্বান অভিনেতার 
Monday March 17, 2025 , 1:51 pm
Print this E-mail this

দেড় লাখ টাকার তরমুজ অবিক্রীত, লোকসানে পড়তে যাওয়া নিয়ে দিয়েছেন আত্মহত্যার হুমকি

‘ওই কিরে’ বলে ভাইরাল তরমুজবিক্রেতাকে ব্যবসা করতে দেওয়ার আহ্বান অভিনেতার


মুক্তখবর বিনোদন ডেস্ক : সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল যে কথাটি – ‘ওই কিরে ওই কিরে’, ‘মধু রসমালাই’। বিভিন্ন ভিডিও, রিলসে আর স্ট্যাটাসে কথাটি জুড়ে দিচ্ছেন নেটিজেনরা। এ নিয়ে হাস্যরসও চলছে সমানতালে। মূলত, ভাইরাল সেই কথাটি এসেছে এক তরমুজবিক্রেতার কাছ থেকে। তরমুজ কেটে বিক্রি করার সময় ক্রেতাদের উদ্দেশে ‘ওই কিরে ওই কিরে’ বলে হাঁকডাক দেন। তার সেই মন্তব্যই এখন ভাইরাল। ভাইরাল তিনি নিজেও। আর ভাইরাল হয়ে বিড়ম্বনায় পড়লেন সেই তরমুজবিক্রেতা। তাকে দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন অনেক মানুষ। ভিডিও করছেন কন্টেন্ট ক্রিয়েটররা। ভিড় দেখে ক্রেতারা সেই তরমুজবিক্রেতার দোকান এড়িয়ে যাচ্ছেন। যে কারণে প্রায় দেড় লাখ টাকার তরমুজ অবিক্রীত রয়ে গেছে বলে জানিয়েছেন ওই তরমুজবিক্রেতা। এমন অবস্থায় ভেঙে পড়েছেন তিনি। ব্যবসায় বড় ধরনের লোকসানে পড়তে যাওয়া নিয়ে দিয়েছেন আত্মহত্যার হুমকি। ভাইরাল সেই তরমুজবিক্রেতার নাম রনি। রাজধানীর কারওয়ান বাজার এলাকায় তরমুজ বিক্রি করেন তিনি। রোববার রনি বলেন, ‘আমারে এরকম বিরক্ত করলে আমি গলায় ছুরি দিমু নয়তো ২৪ তলা থেকে পড়ে আত্মহত্যা করমু ভাই। আমার দেড় লাখ টাকার মাল পচে যাচ্ছে। আমি বিক্রি করতে পারতেছি না। আমারে বিরক্ত করবেন না, কর্ম করে খাইতে দেন ভাই।’ ওই তরমুজবিক্রেতার দোকানে ভিড় না জমিয়ে তাকে ব্যবসা করতে দেওয়ার আহ্বান জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অভিনেতা শামীম হাসান সরকার। রোববার (১৬ মার্চ) রাতে তিনি লিখেছেন, ‘তরমুজ ব্যবসায়ীকে দিয়ে সবাই ফেসবুকে বা নিজের ব্র্যান্ডিং করে ডলার কামাইলো, অপরদিকে ঐ তরমুজ ব্যবসায়ী নিজের তরমুজ বিক্রি করতে না পেরে কাঁদছে, তার দেড় লাখ টাকার তরমুজ নষ্ট হয়ে যাচ্ছে।’ এরপর শামীম লেখেন, ‘ভাইরাল হওয়ার লোডই আলাদা! জুশ আছে, সবাই তোমার পাশে আছে! জুশ খাওয়া শেষ, বিদায় বাংলাদেশ! লোকটার জন্য মায়াই লাগতেসে। ঐ কিরে? ব্যবসা করতে দেন ওনারে!’ শামীমের এই পোস্টে সহমত জানিয়েছেন নেটিজেনরা। সেই তরমুজ ব্যবসায়ীকে নিয়ে ভিডিও বানানো বন্ধ করার আহ্বান জানিয়েছেন অনেকেই। তাকে সুন্দরভাবে ব্যবসা করতে দেওয়ার পরিবেশ তৈরি করে দিতে বলেছেন নেটিজেনরা।




Archives
Image
গুমের শিকার বাবার সন্তানের কান্নায় কাঁদলেন তারেক রহমান
Image
বরিশালে চালের দাম বাড়ায় মানববন্ধন
Image
স্বৈরাচার প্রথম পাতা মেলার আগেই যেন তাকে ধরে ফেলা যায় : প্রধান উপদেষ্টা
Image
বরিশাল বিএম কলেজের প্রশাসনিক ভবনে তালা
Image
আসিফ মাহমুদের অস্ত্রের লাইসেন্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা