Current Bangladesh Time
শুক্রবার এপ্রিল ১৯, ২০২৪ ১০:৫২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » এলজিইডি ঢাকা বিভাগ : অতি. প্রধান প্রকৌশলীর কর্মসূচি 
Monday July 5, 2021 , 8:13 pm
Print this E-mail this

দেশব্যাপী করোনাভাইরাস দুর্যোগ মোকাবেলায় এলজিইডি নানা কর্মসূচি

এলজিইডি ঢাকা বিভাগ : অতি. প্রধান প্রকৌশলীর কর্মসূচি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দেশব্যাপী করোনাভাইরাস দুর্যোগ মোকাবেলায় এলজিইডি নানা কর্মসূচি হাতে নিয়েছে। সরকারে জারিকৃত বিধি ও নিয়ম অনুসরণ করে এলজিআরডি মন্ত্রী ও প্রধান প্রকৌশলীর দিকনির্দেশনা মতো এলজিইডির কর্মকর্তা/কর্মচারীরা তাদের কর্মস্থলে অবস্থান করছেন। এই ধারাবাহিকতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ঢাকা বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মন্মথ রঞ্জন হালদার মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা, কর্মচারী ও গাড়িচালকদের জন্য ইতিপূর্বে অনুসরণীয় নিয়মাবলী প্রতিপালনের জন্য যে আদেশ জারি করা হয়েছে তা কঠোরভাবে পালন করার নির্দেশ দেন। রোববার এক অনলাইন সভায় তিনি এ নির্দেশ দেন। এ সময় অনলাইন সভায় অংশগ্রহণ করেন এলজিইডি’র ঢাকা বিভাগের সকল তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, সিনিয়র সহকারী প্রকৌশলীসহ সকল উপজেলা প্রকৌশলীবৃন্দ। অতিরিক্ত প্রধান প্রকৌশলী মন্মথ রঞ্জন হালদার বলেন, রাস্তা ও ব্রিজ নির্মাণের ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প নিতে হবে। যত্রতত্র রাস্তা-ব্রিজ নির্মাণ করা যাবে না। প্রয়োজনে হাইড্রোলজিক্যাল, মরফোলজিক্যাল স্টাডির মাধ্যমে নেভিগেশন সুবিধা নিশ্চিত করে কাজ করতে হবে। উন্নয়নের স্বার্থে যেসব প্রকল্প গ্রহণ করা হয়, তার সঠিক প্রাক্কলন করতে হবে। নির্দিষ্ট টাইম শিডিউলের মধ্যে টেন্ডার আহ্বান, ইভালুয়েশান করে কাজের নোটিফিকেশন দিতে হবে। এক্ষেত্রে অযথা সময়ক্ষেপণ করা যাবে না বলেও উল্লেখ করেন তিনি। সভায় জানানো হয়, ঢাকা বিভাগের সকল নির্বাহী প্রকৌশলীগন নিজ জেলা প্রশাসন ও উপজেলা প্রকৌশলীরা উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে রাত দিন কাজ করে যাচ্ছেন। এলজিইডি ঢাকা বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মন্মথ রঞ্জন হালদার চলমান কর্মকাণ্ড ভিডিও কনফারেন্সের মাধ্যমে তদারকি করছেন।এসময় তিনি মাঠ পর্যায়ে কর্মকর্তা ও কর্মচারীদের কর্মক্ষেত্র এলাকা ত্যাগ না করার নির্দেশ দেন। এলজিইডিতে সদ্য পদায়নকৃত ২৬০ জন উপজেলা প্রকৌশলী/সহকারী প্রকৌশলীদের নতুন কর্মস্থলে থাকা খাওয়ার সঠিক ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেন। ঢাকা বিভাগীয় প্রধান ভারিবর্ষণ ও বন্যা হওয়ায় স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে নির্বাহী প্রকৌশলীগন নিজ জেলা প্রশাসন ও উপজেলা প্রকৌশলীরা উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশনাসহ করোনাকালে এলসিএস কর্মীদের নিয়মিত সঠিক সময়ে বেতন ভাতা প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন।অনলাইন সভায় অতিরিক্ত প্রধান প্রকৌশলী নদী ভাঙ্গনে টাঙ্গাইল জেলার বীর মুক্তিযোদ্ধার বাড়ির বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি প্রোগ্রেস রিপোর্ট অগ্রগতি ও মোবাইল মেইনন্টেন্যান্স নিয়ে পর্যালোচনা করা হয়। এলজিইডিতে অবস্থিত ল্যাবরেটরির এর সকল যন্ত্রপাতি সচল রাখার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ ছাড়া ঢাকা বিভাগের সকল আঞ্চলিক অফিসসহ সকল উপজেলা প্রকৌশীর দপ্তর ও নির্বাহী প্রকৌশলীর দপ্তরের কম্পিউটার অফিস ফাইলসহ সকল জিনিস পত্র সুরক্ষিত রাখার জন্য নির্দেশনা দেন। সভায় জাতীয় শুদ্ধাচার বিষয়ে আলোচনা করা হয়। ঢাকা বিভাগের সকল আঞ্চলিক অফিসসহ সকল নির্বাহী প্রকৌশলী দপ্তর ও উপজেলা প্রকৌশলীর দপ্তর এর সকল কর্মকর্তাদের কর্পোরেট মোবাইল সিম চালু রাখার জন্য নির্দেশ প্রদান করেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ঢাকা বিভাগীয় প্রধান মন্মথ রঞ্জন হালদার।




Archives
Image
প্রতিমন্ত্রী পলকের শ্যালককে শোকজ দিল উপজেলা আ. লীগ
Image
অভিমান ভুলে একসঙ্গে পর্দায় ফিরছেন তাহসান-মিথিলা
Image
বোতলজাত সয়াবিনের লিটারে দাম বাড়ল ৪ টাকা
Image
শিল্পী সমিতি নির্বাচনে ভোট দিতে পারছেন না ফেরদৌস-মৌসুমী!
Image
একই পরিবারে নিহত ৬, হানিমুনে যাওয়া হলো না নবদম্পতির