Current Bangladesh Time
সোমবার নভেম্বর ১০, ২০২৫ ৮:৫৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » এক মঞ্চে বরিশাল জেলা-মহানগর বিএনপি, আলাদা মঞ্চে নাসরিন 
Friday November 7, 2025 , 9:27 pm
Print this E-mail this

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বরিশাল মহানগর ও জেলা বিএনপির আলোচনা সভা

এক মঞ্চে বরিশাল জেলা-মহানগর বিএনপি, আলাদা মঞ্চে নাসরিন


শহীদুল্লাহ সুমন : ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বরিশালে বিএনপির পাল্টাপাল্টি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ের সামনে বরিশাল জেলা ও মহানগর বিএনপি দিবসটি উদযাপন করছে, যেখানে বরিশাল সদর আসনের বিএনপি মনোনিত সংসদ সদস্য প্রার্থী মজিবর রহমান সরোয়ারসহ দলটির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। অন্যদিকে একই সময় টাউন হলের ভিতরে আলাদা বরিশাল মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক আফরোজা খানম নাসরিন সভা করেছেন। এ নিয়ে রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে। বরিশাল বিএনপিতে বিরোধ ছিল দীর্ঘদিনের। স্থানীয় রাজনৈতিক বিরোধে খণ্ডবিখণ্ড হয়ে পড়েছিল বিএনপি। সেই বিরোধ মিটিয়ে সকলকে একসাথে কাজ করার নির্দেশ দেন কেন্দ্রীয় নেতারা। এদিকে ধানের শিষের মনোয়ন দেওয়া হয় মজিবর রহমান সরোয়ারকে। তবে কেন্দ্রীয় নির্দেশনা মেনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে খণ্ডবিখণ্ড বিএনপি এখন এক মঞ্চে উঠলেও আলাদা কর্মসূচি পালন করেন বরিশাল মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক আফরোজা খানম নাসরিন। একদিকে সরোয়ারের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বরিশাল মহানগর ও জেলা বিএনপি। গ্রুপিং রাজনীতিতে মজিবর রহমান সরোয়ার কোণঠাসা থাকলেও দীর্ঘ পাঁচ বছরের অধিক সময় পর স্থানীয়ভাবে আয়োজিত দলীয় কর্মসূচিতে প্রধান অতিথির আসনে বসেন তিনি। অন্যেদেক একই সময় টাউন হলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বরিশাল মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক আফরোজা খানম নাসরিন। সেখানে বিএনপির কোন সিনিয়র নেতারা অংশ নেননি। শুধু নাসরিনের কর্মী-সমর্থকদের দেখা গেছে। দীর্ঘ বছর পর বরিশাল বিএনপির ঐক্য তৃণমূলের নেতাকর্মীদের মনে প্রাণসঞ্চার করলেও নাসরিনের কর্মকাণ্ডে কিছুটা বিব্রত তারা। বরিশাল মহানগর ও জেলা বিএনপির কর্মসূচিতে নেতাকর্মীদের অংশগ্রহণে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা রূপ নেয় জনসভায়। এই ঐক্য আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষের বিজয়ে ভূমিকা রাখবে বলে মনে করেন দলটির নেতাকর্মীরা। তবে নাসরিনের আলাদা কর্মসূচি পালন ধানের শীষে বিজয়ে বাধা হয়ে দাড়াতে পারে বলেও মনে করেন নেতাকর্মীরা।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে বরিশাল নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করে বরিশাল মহানগর ও জেলা বিএনপি। এ কর্মসূচিতে প্রধান অতিথি করা হয় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার। মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে সঞ্চালনা করেন সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন, কেন্দ্রীয় বিএনপির সদস্য এবায়দুল হক চাঁন, আবু নাসের মো. রহমাতুল্লাহ, মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল প্রমূখ। এ বিষয়ে জানতে মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক আফরোজা খানম নাসরিনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি তা রিসিভ করেননি।মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক বলেন-কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বরিশাল মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে মহানগর ও জেলা বিএনপিসহ কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিল। কিন্তু একই সময় আলাদাভাবে মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক আফরোজা খানম নাসরিনও টাউন হলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে। সে কোন নির্দেশনায় আলাদা কর্মসূচি পালন করেছে তা আমার জানা নেই। মহানগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার বলেন-আমরা বরিশাল মহানগর ও জেলা বিএনপি ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করছি। বরিশাল থেকে বিএনপির একাধিক প্রার্থী থাকলেও দলের নির্দেশ দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার পক্ষেই কাজ করার। দলের মধ্যে কোনো বিভেদ রাখতে চাইনা। সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করা চেষ্টা করছি। কিন্তু মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক আফরোজা খানম নাসরিন কোন ক্ষমতা বলে ও কার নির্দেশনায় আলাদা কর্মসূচি পালন করেছে তা আমার বোধগম্য নয়। জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন বলেন-দলীয় নির্দেশনা না মেনে কেউ যদি ব্যক্তিক চিন্তা ধারায় বিদ্রোহ করে সেটা কেন্দ্রীয় নেতারা দেখবেন। আলাদাভাবে মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক আফরোজা খানম নাসরিনের কর্মসূচি পালন করাটা শিষ্টাচার বহির্ভূত কাজ। এতে ধানের শীষে বিজয়ে বাধা পড়বে কিনা বলতে পারি না, কিন্তু সাংগঠিকভাবে দলের উপরে এর ব্যাপক প্রভাব পড়বে।

সূত্র : বরিশাল ক্রাইম নিউজ




Archives
Image
পদত্যাগ করেছেন বিবিসির দুই শীর্ষ কর্মকর্তা
Image
বরিশালে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
Image
ধানের শীষকে বিজয়ী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে শ্রমিক সমাজ : রহমাতুল্লাহ
Image
প্রার্থীর ছেলের ধানের শীষে ভোট চাওয়া নিয়ে বিব্রত জামায়াত
Image
বরিশালে অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ নারী আটক