Current Bangladesh Time
রবিবার মে ১৯, ২০২৪ ২:১১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » একুশের প্রথম প্রহরে বরিশালে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি 
Friday February 21, 2020 , 1:41 pm
Print this E-mail this

একুশের প্রথম প্রহরে বরিশালে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি


নিজস্ব প্রতিবেদক : সারা দেশের মতো বরিশালেও একুশের প্রথম প্রহরে শহীদ মিনারের পুস্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২ টা ১ মিনিটে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ শুরু হয়। প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন-পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী), বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ ও বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

এরপরই পুস্পমাল্য অর্পণ করেন, বরিশাল জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড। এরপর একে একে পুস্পমাল্য অর্পণ করেন-বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মাদ ইয়ামিন চৌধুরী, অতিরিক্ত ডিআইডি, পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম প্রমুখ। এছাড়া শ্রদ্ধা নিবেদন করেন-বরিশাল আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক, জোনাল সেটেলমেন্ট অফিসের কর্মকর্তা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, বরিশাল জেলা সিভিল সার্জন, জেলা আনসার কমান্ডার, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব, বরিশাল রিপোর্টাস ইউনিটি, বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিল। এছাড়া রাতেই শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন-বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারাসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা।




Archives
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস