Current Bangladesh Time
সোমবার মে ২০, ২০২৪ ৩:৫২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » উৎসব মুখর পরিবেশে বরিশালে ভোট গ্রহন শুরু 
Sunday January 7, 2024 , 11:37 am
Print this E-mail this

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনে

উৎসব মুখর পরিবেশে বরিশালে ভোট গ্রহন শুরু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনে সকাল থেকেই উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন শুরু হয় তবে কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কম দেখা যাচ্ছে। রোববার (জানুয়ারি ৭) সকল ৮টায় ভোটগ্রহণ শুরু হলেও বরিশাল-৫ (সদর-সিটি) আসনের অনেকগুলো কেন্দ্র ঘুরে কোথাও তেমন ভোটারের দেখা মেলেনি। এদিকে সদর আসনের আসনের নৌকা প্রতীকের প্রার্থী জাহিদ ফারুক শামীম সকাল ৯টায় নগরীর ১৬ নং ওয়ার্ড নবআদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন। এ সময়ও ভোটার উপস্থিতি ছিল একেবারেই কম।

এর আগে সদর আসনের স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের সালাউদ্দিন রিপনের চরবাড়িয়া ইউনিয়নের (২১নং) বাটনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে কিছু ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ছয়টি আসনে নির্বাচনের মাঠে মোট ৩৫ জন প্রার্থী রয়েছেন। যার মধ্যে বরিশাল-২ আসনে মনিরুল ইসলাম নৌকাকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এছাড়া বরিশাল-২ ও ৫ আসনে জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপসও প্রহসনের নির্বাচন আখ্যা দিয়ে সরে গেছেন। বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম  বলেন, পুরো জেলায় নির্বাচনী নিরাপত্তায় পুলিশ, আনসার, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, কোস্টগার্ড, নৌ-পুলিশ তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করছেন। বরিশাল জেলায় ১৭ প্লাটুন বিজিবি, ১০ প্লাটুন সেনাবাহিনীর সদস্য ও সদরে একটি কোম্পানি মোতায়েন করা হয়েছে। জেলায় মোট ২১ লাখ ৩২ হাজার ৭৪ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৮৩ হাজার ৩২৪ জন, নারী ভোটার ১০ লাখ ৪৮ হাজার ৭৪৪ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৯ জন। যারা ৮২৭টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদিকে ৪৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১৩ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ নির্বাচনী আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছেন পুলিশ, আনসার, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, কোস্টগার্ড, নৌ-পুলিশের সদস্যরা। যার মধ্যে প্রতি আসনে র্যাবের দুটি করে ১২টি টহল টিম, মেট্রোপলিটন এলাকায় বিএমপি পুলিশের এক হাজার ২৮০ জন সদস্য এবং পুলিশের দুই হাজার ১৭৩ জন সদস্য নিয়োজিত রয়েছেন। এ ছাড়া ১০ হাজার ৯২ জন আনসার সদস্যের মধ্যে ভোটকেন্দ্রে ৯ হাজার ৯২৪ জন, সেনাবাহিনীর ৬০৮ জন, বিজিবির ১৭ প্লাটুন, কোস্টগার্ডের ১৫৯ জন নিয়োজিত রয়েছে। যার মধ্যে কোস্টগার্ড নদীবেষ্টিত হিজলা ও মেহেন্দিগঞ্জের ১০টি ইউনিয়নে কাজ করছেন।




Archives
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস