Current Bangladesh Time
মঙ্গলবার জুলাই ৮, ২০২৫ ৯:৪১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঈদে অনুরূপ আইচের ‘মেয়ে’ টেলিফিল্ম ছাড়াও থাকছে ১০ গান 
Friday April 7, 2023 , 5:49 pm
Print this E-mail this

বিরতি ভেঙে ‘মেয়ে’ টেলিফিল্মে অভিনয়ে ফিরলেন অভিনেত্রী রিচি সোলায়মান

ঈদে অনুরূপ আইচের ‘মেয়ে’ টেলিফিল্ম ছাড়াও থাকছে ১০ গান


মুক্তখবর বিনোদন ডেস্ক : ঈদুল ফিতরে আসছে গীতিকার ও লেখক অনুরূপ আইচের ‘মেয়ে’ টেলিফিল্ম। থাকছে এনটিভির ঈদের বিশেষ অনুষ্ঠানমালায়। ‘মেয়ে’ শিরোনামের টেলিফিল্মটি পরিচালনা করেছেন এহসান এলাহী বাপ্পী। এর মাধ্যমে বিরতি ভেঙে অভিনয়ে ফিরলেন অভিনেত্রী রিচি সোলায়মান। এছাড়া এতে অভিনয় করেছেন-করভী মিজান, জাহিদ হোসেন শোভন, বাপ্পী আশরাফ, আবু হুরায়রা তানভীর, নাবিলা ইসলাম প্রমুখ। এ প্রসঙ্গে অনুরূপ আইচ বলেন, এনটিভি সবসময়ই আমার লেখা সামাজিক ও পারিবারিক গল্প প্রকাশ করেছে নাটকে বা টেলিফিল্মে। এবারও আমি চেষ্টা করেছি মেয়ে টেলিফিল্মের মাধ্যমে সমাজের কাছে বার্তা দিতে, যা অনেকের কাছেই ভালো লাগবে। এই টেলিফিল্ম ছাড়াও অনুরূপ আইচের লেখা দশটি গান প্রকাশ পেতে যাচ্ছে। এর মধ্যে ছয়টি থাকছে ইসলামি গান। গানগুলো গেয়েছেন-এফ এ সুমন, মুহিন খান, সৈয়দ আশিকুর রহমান, খন্দকার বাপ্পি, এস রুহুল, খালেদ মুন্না, অভি ও প্রীতম। এ প্রসঙ্গে অনুরূপ আইচ বলেন, গত চার বছর ধরে সারাবছর ইসলামি গান প্রকাশ করার নিয়তে কাজ করছি। তারই ধারাবাহিকতায় রমজানে আমার এ কয়টি হামদ ও নাত প্রকাশ পাবে। আশাকরি, এগুলো ভালো সবার হৃদয়ে প্রশান্তি এনে দেবে। ইসলামি গানের পাশাপাশি ঈদ উপলক্ষে এই লেখকের একাধিক গান প্রকাশ পাবে। গানগুলো গেয়েছেন সৈয়দ আশিকুর রহমান, খন্দকার বাপ্পি,এস রুহুল ও সোহাগ। রোমান্টিক, বিরহ ও ফোক ঘরনার গানগুলোর নির্মাণ কাজ চলছে। এছাড়া ড্যান্সার নিলয় খান সাগরের নাচের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পাবে ‘প্রেমের গেন্দাফুল’ নামের একটা মজার গান। এই গানটি লেখার পাশাপাশি সুর করেছেন অনুরূপ আইচ।




Archives
Image
বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সহ ১৯ কর্মকর্তাকে দুদকের তলব
Image
প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি : নাহিদ
Image
বরিশালে পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে আইজিপি
Image
সড়ক দুর্ঘটনায় পা হারানো সাগরের পাশে বরিশাল জেলা প্রশাসক
Image
মূলধারার গণমাধ্যমও ভুয়া তথ্যের ‍উৎস : প্রধান উপদেষ্টা