ইউটিউব চ্যানেল খুললেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর
মুক্তখবর বিনোদন ডেস্ক : জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন স্টেজ শো আর নতুন নতুন গান নিয়ে। তবে এবার নতুন খবর হলো এই কণ্ঠশিল্পী নিজের নামে একটি ইউটিউব চ্যানেল খুলেছেন। সম্প্রতি মা খোশনূরের লেখা একটি গান কাভার করেছেন আঁখি। সোমবার সেই গান প্রকাশের মধ্য দিয়ে আঁখি তার ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু করলেন। এ বিষয়ে আঁখি আলমগীর বলেন, ২ ডিসেম্বর আমার মায়ের জন্ম দিন। তিনি একজন কবি, গীতিকার। ভাবছিলাম, বিশেষ এই দিনে মাকে কি উপহার দেওয়া যায়! তখন ভাবনায় আসে মায়ের লেখা গান দিয়েই আমার ইউটিউব চ্যানেল শুরু করব। এতে করে দর্শক ও মায়ের জন্য উপহার দেওয়া হয়ে যাবে। তারপরই এই সিদ্ধান্ত নিই। ‘এমন কিছু কথা আছে’ শিরোনামে গানটির কথা ও সুর ঠিক রেখে এর সংগীতায়োজন করেছেন জে কে মজলিশ। গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। এটি নির্মাণ করেছেন হাবিব। এখন থেকে নিয়মিত আঁখি তার চ্যানেলে গান প্রকাশ করবেন বলে জানান।