Current Bangladesh Time
বৃহস্পতিবার নভেম্বর ১৩, ২০২৫ ৮:৫০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আ.লীগের লকডাউনের প্রভাব পরেনি বরিশালে, মাঠে বিএনপি-জামায়াত 
Thursday November 13, 2025 , 5:11 pm
Print this E-mail this

সন্ত্রাস-নাশকতা ঠেকাতে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে বিএমপি

আ.লীগের লকডাউনের প্রভাব পরেনি বরিশালে, মাঠে বিএনপি-জামায়াত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচির কোনো প্রভাব পরেনি বরিশালে। বৃহস্পতিবার (নভেম্বর ১৩) সকাল থেকে স্বাভাবিকভাবে চলছে বাস-লঞ্চসহ সকল যানবাহন। শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাংক, বীমাসহ অফিস-আদালতের কার্যক্রমও ছিল স্বাভাবিক। কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এদিকে সন্ত্রাস ঠেকাতে বুধবার রাত ও বৃহস্পতিবার বিভিন্ন এলাকায় মিছিল করেছে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। এই লকডাউনের নামে সন্ত্রাস-নাশকতা ঠেকাতে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

অন্যান্য দিনের মত আজও বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ছেড়েছে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস। একই দৃশ্য দেখা গেছে নদীবন্দরেও। এছাড়া নগরীর দোকানপাট, অফিস-আদালত স্বাভাবিক দিনের মতই খুলেছে। নগরীতে লোকসমাগমও ছিল স্বাভাবিক। সন্ত্রাস ঠেকাতে বুধবার রাত থেকে নগর পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নগরীতে চালাচ্ছে চেকপোস্ট। সেখানে সন্দেহভাজনদের দেহ তল্লাশি করা হচ্ছে। এই লকডাউনকে কেন্দ্র করে বুধবার বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। লকডাউন ঠেকাতে মিছিল করেছে বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা। বুধবার রাতভর নগরীর সবগুলো ওয়ার্ডে পাহাড়া এবং মিছিল করে বিএনপি নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল থেকে অশ্বিনী কুমার হল চত্বরে অবস্থান নেয় জামায়াত। নগরীতে মিছিল সমাবেশও করে দলটির নেতাকর্মীরা। বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, নেতিবাচক যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান তিনি।




Archives
Image
আ.লীগের লকডাউনের প্রভাব পরেনি বরিশালে, মাঠে বিএনপি-জামায়াত
Image
বরিশালে মধ্যরাতে বিএনপির কার্যালয়ে আগুন
Image
বন্ধুর সঙ্গে প্রেম স্ত্রীর, বাধা না হয়ে বিয়ে দিলেন স্বামী
Image
জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা
Image
ফের সমালোচনার মুখে ঢালিউড অভিনেত্রী পরীমনি