Current Bangladesh Time
শুক্রবার এপ্রিল ১৯, ২০২৪ ৪:০৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আবারও আলোচনায় জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা 
Thursday January 6, 2022 , 8:18 pm
Print this E-mail this

এবার প্রেমের গুঞ্জন উঠেছে প্রতিভাবান সংগীত শিল্পী ইমরানকে ঘিরে

আবারও আলোচনায় জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা


মুক্তখবর বিনোদন ডেস্ক : বিভিন্ন সময়ে নানা আলোচনার জন্ম দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। আবারও আলোচনায় তিনি। এবার প্রেমের গুঞ্জন উঠেছে প্রতিভাবান সংগীত শিল্পী ইমরানকে ঘিরে। এমনিতেই দু’জনের সম্পর্কের ধরণ নিয়ে বছরখানেক ধরেই কানাঘুষা চলছে শোবিজ অঙ্গনে। সে গুঞ্জন বেগবান হয়েছে দু’জনের সাম্প্রতিক কিছু ঘটনায়।

ইমরান ও প্রভার ইনস্টাগ্রামে মন্তব্য ও পাল্টা মন্তব্যও তাদের প্রেমের সম্পর্কের বিষয়ে সন্দেহ বাড়িয়েছে আরও। দু’জনের গত কয়েক মাসের পোস্টগুলোতে দেখা যায়, অধিকাংশ ছবিতে প্রভাকে ‘অ্যাঞ্জেল’ বলে সম্বোধন করেন ইমরান। কোথাও কোথাও ‘প্রভামণি’, ‘আমার গর্জিয়াস’ বলেও সম্বোধন করেছেন তিনি। বছরের প্রথম দিন ইনস্টাগ্রামে পরিবারের সদস্যসহ ইমরানের সঙ্গে একটি সেলফিও দেন প্রভা। এর ক্যাপশনে তিনি লিখেন, এই মানুষগুলো আমাকে সীমাহীন ভালোবাসে এবং মানসিক প্রশান্তি দেয়। তোমাদের সঙ্গে অসাধারণ একটি বছর পার করেছি। ইমরান মন্তব্য করেন, আমি খুব ভাগ্যবান, জীবনে তোমার মতো একটি ভালো মনের মানুষ পেয়ে। একটি স্থিরচিত্রের ক্যাপশনে ইমরান লিখেন, আই সি মাইসেলফ ইন ইয়োর আইস। প্রভার মন্তব্য, সত্যি? উত্তরে ইমরান লিখেন, সত্যিই…। তাছাড়া, প্রভার একটি স্থিরচিত্রেও মন্তব্য করেছেন ইমরান। সেখানে লিখেছেন, ‘আই অ্যাম লাকি টু হ্যাভ সাচ আ গুড সোল লাইক ইউ ইন মাই লাইফ’। উত্তরে ভালোবাসার ইমো দিয়ে প্রতিক্রিয়া জানান প্রভা। প্রভার পক্ষ থেকে বিষয়টি শুধুই ‘ভালো বন্ধুত্ব’ ছাড়া আর কিছুই নয় বলে জানিয়েছেন। এখন দেখার বিষয়, তাদের সম্পর্ক কি শুধুই বন্ধুত্ব কিংবা প্রেমের মধ্যে থাকে, নাকি কোথায় গিয়ে গড়ায়, তা সময়ের ওপর ছেড়ে দিতে হবে।




Archives
Image
অভিমান ভুলে একসঙ্গে পর্দায় ফিরছেন তাহসান-মিথিলা
Image
বোতলজাত সয়াবিনের লিটারে দাম বাড়ল ৪ টাকা
Image
শিল্পী সমিতি নির্বাচনে ভোট দিতে পারছেন না ফেরদৌস-মৌসুমী!
Image
একই পরিবারে নিহত ৬, হানিমুনে যাওয়া হলো না নবদম্পতির
Image
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ প্রধানমন্ত্রীর