Current Bangladesh Time
বুধবার এপ্রিল ২৪, ২০২৪ ২:২৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আনসার বাহিনীর মডেল প্লাটুন কমান্ডার হুমায়ুন কবির 
Friday October 8, 2021 , 3:45 pm
Print this E-mail this

অপরাধ দমনে সংশ্লিষ্ট প্রশাসনকে সবসময় ঝুঁকি নিয়েও সহায়তা করে চলেছেন

আনসার বাহিনীর মডেল প্লাটুন কমান্ডার হুমায়ুন কবির


নিজস্ব প্রতিবেদক : আগরবাতি, ধূপ-এসবের মধ্যে যে সুগন্ধ রয়েছে তা যখন জ্বালানো হয় তখন টের পাওয়া যায়। মানুষের মাঝেও আগরবাতি বা ধূপের মতো প্রতিভা লুকিয়ে রয়েছে। এর বিকাশ ঘরে বসে থাকলে ঘটবে না। একে সঠিকভাবে পেতে হলে নিজেকে চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। হাজার সমস্যা আসবে জীবনে, বাঁধার সম্মুখীন হতে হবে। একে মোকাবেলা করার মতো শক্তি এবং জ্ঞান অর্জন করতে হবে। আর সেই শক্তি অর্জন করে মনোবল, কনফিডেন্স রেখে প্রতিনিয়তই প্রতিভাবান ব্যক্তি সমাজে, কর্মক্ষেত্রে , উচ্চতর মহলে কিংবা জীবনের প্রতিটি পদক্ষেপে সুচারুভাবে পদার্পন করে নিজেকে পৌছাতে সক্ষম হয় সাফল্যের চূড়ায়। যদিও সময়টুকু বেশ পরিশ্রমের-কষ্টের। তথাপি অর্জনগুলোকেই সমাজে-কর্মক্ষেত্রে তার মর্যাদার আসনে আসীন করে। তাকে কর্মস্পৃহা বাড়িয়ে তুলে। এতে তিনি আরও শক্তি সঞ্চার পূর্বক তার পেশাকে উন্নতীর শিখরে পৌছে দেয় আবার নিজেকেও সমাজে বিচ্ছুরণ ঘটায়। এমনই একজন ব্যক্তিত্ব বরিশালে আনসার বিভাগে কর্মরত প্লাটুন কমান্ডার (পি,সি) হুমায়ুন কবির। তার কর্মক্ষেত্রে অবদান তার জুনিয়র সহকর্মীদের প্রতি মডেল হিসেবে এখন বিবেচিত হচ্ছে। আনসারের এ সাহসী প্লাটুন কমান্ডারের আইডি নং- ৯৪৫৮। তিনি পটুয়াখালী জেলার বসাক বাজারের শারিক খালী গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে। ১৯৯৮ সালে দেশের সেবায় যোগদান করেন আনসার বিভাগে। যোগদানের পর থেকেই তার সাহসীকতা ও দক্ষতার পরিচয়ে তিনি সদা সক্রিয় ছিলেন। অপরাধ দমনে সংশ্লিষ্ট প্রশাসনকে সবসময় ঝুঁকি নিয়েও সহায়তা করে চলেছেন। বিভিন্ন সময় দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত থেকে নিজের প্রতিভা বিকাশে দেখিয়েছেন একের পর এক চমক। তার সাহসী পদক্ষেপে প্রশংসিত হয়েছেন সর্বমহলে। অর্জন করেছেন বিভিন্ন সেক্টর থেকে প্রশংসাপত্রসহ অ্যাওয়ার্ডস। বর্তমানে তিনি বরিশাল বিমানবন্দরে সাহসীকতার সাথে তার উপর আরোপিত দায়িত্ব যথাযথভাবে পালন করছেন। ইতিপূর্বে তিনি বিভিন্ন স্থানে কর্মরত থেকে সাহসী পদক্ষেপের সাথে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। আনসারের সাহসী এ প্লাটুন কমান্ডার হুমায়ুন কবির ২০১৮ সালের নভেম্বরের ১৪ তারিখ যোগদান করেন বাংলাদেশের প্রথম শ্রেণীর কেপিআই প্রতিষ্ঠান ইস্টার্ণ রিফাইনারি লিমিটেডে। সেখানে তিনি যোগদানের পরবর্তী সময় থেকেই তার উপর আরোপিত দায়িত্ব ইস্টার্ণ রিফাইনারির নিরাপত্তা রক্ষার্থে আনসার সদস্যদের সঠিক ও দক্ষভাবে পরিচালনার পাশাপাশি ইস্টার্ণ রিফাইনারীর উৎপাদন ক্ষমতা বৃদ্ধির লক্ষে সংশ্লিষ্ট প্রোজেক্ট ইআরএল-২ ইউনিট স্থাপনে তখনকার সময়ে এলাকাবাসী কর্তৃক দখলকৃত সরকারী প্রায় ৭.৫ একর জমি অবমুক্ত করণে ২০১৯ সালের জানুয়ারীর ২৫ তারিখে প্লাটুন কমান্ডার হুমায়ুন কবিরের ভুমিকা ছিল প্রশংসনীয়। জমিটির আনুমানিক মূল্যও ছিল ৮৬ কোটি টাকা। তিনি তার কর্মদক্ষতার মাধ্যমে সাহসী পদক্ষেপ রেখে সরকারী সেই জমি অবমুক্তে জোড়ালো পদক্ষেপ বাস্তবায়নে সহায়তায় সাহসী ভুমিকা রেখে সর্বমহলে বেশ সুনাম কুড়িয়েছিলেন। যা ইস্টার্ণ রিফাইনারী লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার (পার্সোনেল) এর স্বাক্ষরিত কৃতিত্বস্বরুপ সাহসী পাল্টুন কমান্ডার হুমায়ুনকে প্রদান করা প্রত্যায়ণ পত্র থেকে নিশ্চিত হওয়া গেছে। এছাড়াও ইস্টার্ণ রিফাইনারি লিমিটেডের ফায়ার ফাইটিং বিষয়ক বিভিন্ন ট্রেনিং কর্মশালায় ও ইআরএল এ মাসিক ফায়ার ড্রিল ও বাৎসরিক অগ্নিনির্বাপণ দলের মহড়ায় অগ্নি নির্বাপন দলের সদস্য হিসেবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। এতে অগ্নি বিষয়কসহ সার্বিক নিরাপত্তায় তার ভুমিকার প্রশংসা করে ইস্টার্ণ রিফাইনারী লিমিটেড , চট্রগ্রামের তখনকার ম্যানেজার পদে দায়িত্বরত ফায়ার সার্ভিসেস মোঃ রফিকুল ইসলাম স্বাক্ষরিত একটি প্রশংসা পত্রও তিনি অর্জন করেন। একই বিষয় উল্লেখপূর্বক হুমায়ুনের কার্যক্রমের প্রশংসা করেন ইস্টার্ণ রিফাইনারী লিমিটেডের আরেক ডেপুটি জেনারেল পার্সোনেল মোঃ লুতফর রহমান। এরপর সাহসী এ প্লাটুন কমান্ডারের ২০২০ সালের জুলাই মাসের ১৫ তারিখ থেকে কর্মস্থল ছিল চট্রগ্রাম পানি ও পয়নিঃস্কাশন কর্তৃপক্ষ(ওয়াসা)। সেখানে তিনি যোগদানের পর থেকেই সাহসী ভুমিকা পালন করে সর্ব মহলের নজড় কেড়েছিলেন। সে লক্ষে আনসার সদস্যদের সঠিক ও দক্ষভাবে পরিচালনার পাশাপাশি মধ্যম হালিশহর মৌজায় অবস্থিত চট্রগ্রাম ওয়াসার অধিগ্রহণকৃত ১৬৩ একর ভুমির নিরাপত্তা প্রদানের দায়িত্ব সন্তোষজনকভাবে পালন করায় তার প্রশংসাসহ জাতীয় পূরস্কার প্রাপ্তিতে অনুরোধ করে চট্রগ্রাম মহানগরীর পয়ঃ নিস্কাশন ব্যবস্থা স্থাপন প্রকল্প (১ম পর্যায়) প্রকল্প পরিচালক মোঃ আরিফুল ইসলাম স্বাক্ষরিত একটি প্রত্যায়নপত্রে সাহসী এ প্লাটুন কমান্ডারের প্রশংসা তুলে ধরা হয়। এছাড়া ওয়াসার সংশ্লিষ্ট নতুন প্রজেক্ট স্থাপনের লক্ষে সে সময়ে এলাকাবাসী কর্তৃক দখলকৃত সরকারী প্রায় ১৬৩ একর জমি অবমুক্ত করনে কঠোর ও সাহসী ভুমিকা পালনসহ সকল কার্যে তার সাহসীকতা ও সফলতার জন্য চট্রগ্রাম ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মোস্তফা কর্তৃক স্বাক্ষরিত একটি প্রত্যায়ন/প্রশংসাপত্রও অর্জন করেন তিনি। এছাড়া আনসারের প্লাটুন কমান্ডার হুমায়ুন কবির বরিশাল বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে যোগদান করেন চলতি বছরের জুলাই মাসের ১৫ তারিখ। পাসপোর্ট অফিস সুত্র জানায়, প্লাটুন কমান্ডার হুমায়ুন কবির যোগদানের পর থেকে তার মেধা , সাহসীকতা ও দক্ষতায় পাসপোর্ট অফিসে কোন কুচক্র, দালাল কিংবা অসৎ কোন কার্য বাস্তবায়নের সুযোগ হয়নি কারও। নীতি-নৈতিকতায় অনড় থেকে নিজের উপর আরোপিত দায়িত্ব যথাযথভাবে বাস্তবায়ন করে চলেছেন। তার দিক নির্দেশনায় আনসারের অন্যান্য সদস্যও যথাযথ দায়িত্ব পালনে তাকে মডেল হিসেবে মনে করেন। কেননা তার সাহসীকতায় মুগ্ধ সকলেই। চলতি বছরের সেপ্টেম্বর মাসের ৫ তারিখে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতালসহ আঞ্চলিক পাসপোর্ট অফিসেও সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা সাড়াশি অভিযান চালায় র‌্যাব-৮। এতে ১৪ জন দালাল আটকের পাশাপাশি ১২ জনকে ১ মাস করে কারাদণ্ড ও ১ জনকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মারুফ দস্তগীর। এছাড়া একজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে র‌্যাব। বরিশালের পাসপোর্ট অফিসে কর্মরত থাকায় র‌্যাবের এই আভিযানিক সাফল্যে হস্তক্ষেপ রাখেন আনসারের প্লাটুন কমান্ডার হুমায়ুন কবিরও। তিনি সংশ্লিষ্ট প্রশাসনকে সর্বাত্নক অসাধু দালাল দূরীকরনে সহযোগীতা করে থাকেন। যার ধরুন বিভিন্ন মহলে তিনি প্রশংসা কুড়িয়েছেন। বর্তমানে তিনি বরিশাল বিমানবন্দরে কর্মরত আছেন। এদিকে প্লাটুন কমান্ডার হুমায়ুন কবির তার সাহসিকতায় কৃতিত্বস্বরুপ চট্রগ্রাম ওয়াসায় কর্মরত থাকাকালীন উচ্চপদস্থ কর্মকর্তাদের থেকে সন্মাননাস্বরূপ অ্যাওয়ার্ডে ভূষিতও হয়েছেন। এছাড়া হুমায়ুন দেশের বিভিন্ন স্থানে কর্মরত থাকাকালীন তার উপর আরোপিত দায়িত্ব পালনের পাশাপাশি আনসার বিভাগের বিভিন্ন কর্মসূচী সভা সমাবেশ, বৃক্ষরোপণ, জাতীয় সংসদ নির্বাচন, সিটি নির্বাচন, উপনির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, করোনা প্রতিরোধে আনসার-ভিডিপি সদস্যের মাঝে সচেতনতা সৃষ্টি , করোনার প্রাদুর্ভাবের কারণে আনসার-ভিডিপি সদস্যের মাঝে খাদ্য সহায়তা বিতরণ, বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় প্রশিক্ষনসহ সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষন প্রদানসহ বিভাগের সকল কার্যক্রমের যথাযথভাবে অংশগ্রহণ করে আনসার-ভিডিপি সেক্টরের কার্যকে ত্বরান্বিত ও প্রশংসার স্থানে পৌছে দিতে সক্ষম হয়েছেন। এছাড়া চট্রগ্রাম বিমানবন্দর ও চট্রগ্রাম পোর্টে সাহসী ভুমিকা রেখে সফলতার সাথে দায়িত্ব পালন করে প্রশংসা অর্জন করেছেন তিনি। এছাড়া বিমানবন্দর কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃতিস্বরুপ পেয়েছিলেন সন্মাননাও। এদিকে ২০১৭ সালে কাঞ্চপুর, মেঘনা, গোমতি ২য় সেতু প্রকল্পে আনসারের সাহসী এ প্লাটুন কমান্ডার দায়িত্বশীল ভুমিকা রাখায় বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (এডমিন) মোহাম্মদ আলী মিয়া তিনি পরিশ্রমী, মেধাবী, সৎ, সাহসী ও ভাল কাজের স্বীকৃতি স্বরুপ একটি অ্যাওয়ার্ডস ও প্রদান করেন হুমায়ুনকে। সাহসী ও সফল প্লাটুন কমান্ডার (পি সি) হুমায়ুন কবির জানান, জীবনে কর্মে যোগদানের পূর্ব থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম কর্মক্ষেত্র যেখানেই হোক সেই স্থান নিজের সর্বোচ্চ চেষ্টা, দক্ষতা, সাহসীকতার সাথে আলোকিত রাখার। আমার মাধ্যমে আমার প্রতিষ্ঠান সুনাম, প্রশংসায় সর্ব মহলে প্রশংসিত হবে এটাই প্রত্যাশা ছিল সবসময়। নিজের উপর আরোপিত দায়িত্ব পালনে সর্বদাই অনড় অবস্থানে রয়েছি। অন্যান্য বিভাগের মত আনসার বিভাগ একটি দায়িত্বশীল বিভাগ। নিরাপত্তাসহ সকল কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নে বদ্ধ পরিকর। আমি আমার সিনিয়র স্যারদের দেয়া দিক-নির্দেশনা অনুসরন করে প্রতিটি পদক্ষেপে অগ্রসর হই। স্যারদের দিক-নির্দেশনাসহ নিজের একাগ্রতায় আজ আমি সফল। কর্মক্ষেত্রে আগামীর পথচলায় ও সাফল্যে সকলের নিকট দোয়া ও ভালবাসা প্রত্যাশা করেছেন প্লাটুন কমান্ডার (পি সি) হুমায়ুন কবির।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ