|
আজ বরিশালে ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা পুস্পকলির কথা’র আত্মপ্রকাশ
নিজস্ব প্রতিবেদক : আজ ১৩ ডিসেম্ববর’২০১৯ শুক্রবার বিকেল ৩টা ৩০ মিনিটে ত্রৈমাসিক সাহিত্য পত্রিকাপুস্পকলির কথা’র আত্মপ্রকাশ। ভিন্নধর্মী এই পত্রিকার আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন-বহু গুনীজন, শিক্ষানুরাগী, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, মিডিয়া ব্যক্তিত্ব, কবি সাহিত্যিক ও প্রশাসনের কর্তাব্যক্তি। মোড়ক উন্মোচন করবেন, মঞ্চের সন্মানিত অতিথিবৃন্দ। মঞ্চে উপস্থিত থাকবেন-এস এম অজিয়র রহমান, সন্মানিত জেলা প্রশাসক, বরিশাল জেলা, বরিশাল ও সকলের শ্রদ্ধেয় জন শিক্ষাবিদ, প্রফেসর মোহাম্মদ হানিফ। থাকবেন আমাদের আরো অনেক শ্রদ্ধেয়জন। ‘পুষ্পকলির কথা’ ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা একটি ভিন্নধর্মী পত্রিকা হিসেবে আপনাদের মাঝে উপস্থাপন করার সর্বোচ্চ চেষ্টা। আশাকরি আপনাদের সকলের প্রচেষ্টায় পত্রিকাটি পৌঁছে যাবে দুই বাংলার সেতু বন্ধন হিসেবে পাঠক কূলের জনপ্রিয়তার শীর্ষে। প্রধান আকর্ষন হলো, আপনাদের শিশু ও কিশোর সন্তানদের মাঝে লুকিয়ে থাকা প্রতিভা এই পত্রিকার মাধ্যমে বিশ্বের সকল পাঠকের দরবারে পৌঁছে দেয়া। পুস্পকলির কথা’র প্রথম বর্ষ প্রথম সংখ্যায় থাকছে নবীন প্রবীণদের প্রবন্ধ, গল্প, ছড়া, কবিতা এর পাশাপাশি প্রতিভাবান শিশু কিশোরদের সৃষ্টি গল্প, ভ্রমণ কাহিনী, ছড়া, কবিতা, ধাধা ও তাদের হাতে আঁকা দেশ বাংলার বিভিন্ন ছবি। অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করছেন, শামীমা সুলতানা, প্রকাশক ও সম্পাদক, পুষ্পকলির কথা।
Post Views: ০
|
|