Current Bangladesh Time
বুধবার মে ২২, ২০২৪ ৬:২২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আগের ভিডিও ছড়িয়ে সম্প্রীতি নষ্টের অপচেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী 
Tuesday October 19, 2021 , 4:27 pm
Print this E-mail this

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের পুলিশ বাহিনী তার বাড়ি রক্ষার জন্য সর্বদা চেষ্টা করেছে

আগের ভিডিও ছড়িয়ে সম্প্রীতি নষ্টের অপচেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আগের ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা চলছে। কুমিল্লার পূজামণ্ডপে যে ঘটনাটি ঘটিয়েছে, আমরা অল্প সময়ে তাকে ধরে ফেলতে পারব বলে আমাদের বিশ্বাস। সে বিভিন্ন জায়গা পরিবর্তন করছে, এদিকে-সেদিকে যাচ্ছে। আমরাও তাকে ধরব। কী ঘটনা এবং কেন সে এ ঘটনাটি ঘটিয়েছে, তা আপনাদের (মিডিয়া) সামনে বলব। মঙ্গলবার (অক্টোবর ১৯) ‘র‍্যাবের প্রযুক্তিগত আধুনিকায়ন’ শীর্ষক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। র‍্যাবের সব ব্যাটালিয়ন ও ক্যাম্প পর্যায়ে তথ্য প্রযুক্তির সর্বোত্তম ও সার্বিক ব্যবহার বিস্তৃত করার লক্ষ্যে আজ দুপুরে রাজধানীতে র‍্যাব সদর দপ্তরে ‘র‍্যাবের প্রযুক্তিগত আধুনিকায়ন’ শীর্ষক কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আজ পর্যন্ত পূজামণ্ডপে কোনো কিছু হয়নি, আজ দেখলাম তার একটি ব্যতিক্রম ঘটনা ঘটেছে। ঘটেছে না, ঘটানো হয়েছে। সেই ঘটনাকে কেন্দ্র করে কিছু অপ্রীতিকর ঘটনাও ঘটে গিয়েছে। সেই ঘটনার রেশ ধরে চাঁদপুরের হিন্দু সম্প্রদায়ের একটি উপাসনালয়ে গিয়ে কিছু মানুষ ভাঙচুর করতে গিয়েছিল। আমাদের পুলিশ যথাসাধ্য চেষ্টা করেও যখন তাদের হিমশিম খেতে হচ্ছিল, তখন তারা ফায়ার করতে বাধ্য হয়েছে।’ ‘সেখানে চারজন আর আজকে মেডিকেলে আরেকজন শাহাদাত বরণ করেছেন। কেন এই হত্যাকাণ্ড, কেন এই মৃত্যু? আমার জিজ্ঞাসা সেটাই। কার উদ্দেশ্য সফল হওয়ার জন্য এ মৃত্যু? আমরা দেখলাম পরিতোষ নামের একটি ছেলে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দিয়েছিল। সেটাকে কেন্দ্র করে সহিংসতা দেখলাম। আমাদের পুলিশ বাহিনী তার বাড়ি রক্ষার জন্য সর্বদা চেষ্টা করেছে। তাকে অ্যারেস্টও করা হয়েছে। কিন্তু, ইতিমধ্যে ওই গ্রামের পাশের কয়েকটি গ্রামে অগ্নিসংযোগ ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আমরা এটার নিন্দা করছি’, যোগ করেন আসাদুজ্জামান খাঁন কামাল। ‘শুধু আজকে নয়, আপনারা রামুতে দেখেন, নাসিরনগরে দেখেন, ভোলাতে দেখেন, এই ফেসবুকের মাধ্যমে অপপ্রচার করে আমাদের কীভাবে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছে। কীভাবে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করার অপচেষ্টা চালানো হয়েছে, এগুলো আপনারা দেখেছেন।’ আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘কিছুক্ষণ আগে আমার দৃষ্টিগোচর হয়েছে, একটি স্বার্থান্বেষী মহল অপপ্রচার করে যাচ্ছে। বিগত সময় ঘটে যাওয়া নৃশংস ভিডিও ফুটেজ নতুন করে ব্যবহার করে তারা সাম্প্রতিক সম্প্রতি বিনষ্ট করতে উসকানিমূলক বক্তব্য প্রচার করে যাচ্ছে। যেমন ২০২১ সালের ১৬ মে রাজধানীর পল্লবীতে আপনারা একটি নৃশংস ভিডিও দেখেছিলেন। দুজন যুবক চাপাতি দিয়ে হত্যা করেছিল। সেই দৃশ্যটা এতই হৃদয়বিদারক ছিল, আমাদের সব মানুষের হৃদয় কেঁদে উঠেছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে আজকে একটি মহল অপপ্রচার করছে।’ ‘সেই হত্যাকাণ্ডের মূল আসামিদের ইতিমধ্যে র‍্যাব গ্রেপ্তার করেছে, যারা এখন কারাগারে আছেন। বর্তমানে একটি মহল পল্লবীর সেই ঘটনার ফুটেজ ব্যবহার করে বলা হচ্ছে নোয়াখালীর যতন সাহাকে এইভাবে হত্যা করা হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক, ন্যাক্কারজনক ও অমানবিকও বটে। যারা এই ধরনের অপপ্রচার চালিয়ে ফয়দা নেওয়ার চেষ্টা করছেন, তাদের আমি হুঁশিয়ার করে দিচ্ছি। তাদের আমরা অবশ্যই খুঁজে বের করব। তাদের জবাব দিতে হবে এ সব অপপ্রচার কেন করছে। আইনশৃঙ্খলা বাহিনী অবশ্যই তাদের খুঁজে বের করবে। তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা অবশ্যই করব। তারা কেন শান্তি বিনষ্ট করছে আমরা জানতে চাই’, যোগ করেন আসাদুজ্জামান খাঁন কামাল।




Archives
Image
বরিশালে অনলাইন জুয়াড়িদের দলনেতা গ্রেপ্তার!
Image
বরিশাল নগরীর নির্মাণাধীন ভবনের চাঁদাবাজি ঠেকাতে মাঠে পুলিশ
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি