Current Bangladesh Time
বুধবার অক্টোবর ৮, ২০২৫ ৫:২৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আগামী শুক্রবার বরিশালের অভিরুচি হলে মুক্তি পাচ্ছে মায়াবতী 
Thursday September 12, 2019 , 7:26 pm
Print this E-mail this

আগামী শুক্রবার বরিশালের অভিরুচি হলে মুক্তি পাচ্ছে মায়াবতী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঈদ উৎসবের বাইরেও সিনেমাপ্রেমীরা অপেক্ষায় থাকেন নতুন সিনেমার। আগামী শুক্রবার সিনেমা প্রেমীদের মন মাতাতে আসছে দুইটি সিনেমা। জনপ্রিয় দুই নায়িকার লড়াই জমবে এই সপ্তাহে। অরুণ চৌধুরী পরিচালিত চলচ্চিত্র ‘মায়াবতী’ ও মাহমুদ হাসান শিকদার পরিচালিত ‘অবতার’ সিনেমাটি আগামীকাল সারাদেশ জুরে মুক্তি পাচ্ছে। ‘মায়াবতী’ সিনেমায় অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও ‘স্বপ্নজাল’খ্যাত ইয়াশ রোহান। ‘অবতার’ ছবিতে অভিনয় করেছেন নায়িকা মাহিয়া মাহি ও নবাগত রুশো। এরইমধ্যে হল লিস্ট প্রকাশিত হয়েছে। স্টার সিনেপ্লেক্স, মধুমিতা, বলাকাসহ সারাদেশে মোট ২৪টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘মায়াবতী’। অন্যদিকে ‘অবতার’ মুুক্তি পাচ্ছে যমুনা ব্লকবাস্টার, অভিসারসহ সারা দেশের ৩৩টি সিনেমা হলে। নুসরাত ইমরোজ তিশা বলেন, ‘আমারদের দেশে এখন অনেক ভালো ভালো চলচ্চিত্র নির্মাণ হচ্ছে। আপনারা সিনেমা হলে আসলে, দেশের সিনেমার পাশে থাকলে আমারা আরও ভালো ছবি উপহার দিতে পারবো। সিনেমাটির টিজার, ট্রেলার ও গান বেশ সাড়া পেয়েছি আমরা। আমার বিশ্বাস সিনেমাটি সবার ভালো লাগবে।’ আনোয়ার আজাদ ফিল্মস ও অনন্য সৃষ্টি অডিও ভিশন প্রযোজিত ‘মায়াবতী’ ছবিতে তিশা, রোহান ছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান, মামুনুর রশীদ, নরেশ ভুঁইয়া, ওয়াহিদা মল্লিক জলি, আফরোজা বানু, অরুণা বিশ্বাস, আবদুল্লাহ রানা, তানভীর হোসেন প্রবাল, আগুন, মীম প্রমুখ।

মায়াবতী ছবিটি মুক্তি পাচ্ছে নিম্নোক্ত হলগুলোতে, স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা), ষ্টার সিনেপ্লেক্স (সীমান্ত সম্ভার),ব্লকবাষ্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), বলাকা (নিউ মার্কেট), মধুমিতা (মতিঝিল), শ্যামলী (শ্যামলী স্কয়ার), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), আনন্দ (ফার্মগেট), মম ইন (বগুড়া), বর্ষা (জয়দেবপুর), সেনা অডিটোরিয়াম (সাভার), চম্পাকলি (টঙ্গী), রানীমহল (ডেমরা), ছায়াবানী (ময়মনসিংহ), অভিরুচি (বরিশাল), শাপলা (রংপুর), মডার্ন (দিনাজপুর), বনলতা (ফরিদপুর), মালঞ্চ (টাঙ্গাইল), পূর্বাশা (সান্তাহার), ছন্দা (কালীগঞ্জ), রাজু (ঈশ্বরদী), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), চিত্রালী (খুলনা)। অন্যদিকে ‘অবতার’ ছবি নিয়ে মাহমুদ হাসান শিকদার বলেন, “একেবারেই গল্পনির্ভর একটি ছবি ‘অবতার’। আমাদের সমাজে এমন অনেক পরিবার আছে, যেখানে একটি সন্তান মাদকাসক্ত। এমন একটি সন্তান ধ্বংস করে দিচ্ছে পরিবার, প্রভাব পড়ছে সমাজে। আমি আমার এই ছবির মধ্যে সমাজের মানুষকে মাদক সম্পর্কে সচেতন করতে চাই। আশা করি, ছবিটি সবাই সিনেমা হলে গিয়ে দেখবেন।” ‘অবতার’ ছবিতে মাহি ছাড়াও অভিনয় করছেন নায়ক আমিন খান, মিশা সওদাগর, সুব্রত প্রমুখ। ছবি পরিচালনার পাশাপাশি কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন মাহমুদ হাসান।




Archives
Image
বরিশালে মা ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলা, আহত ৫
Image
বরিশালে পুলিশের সামনেই খুন হয় স্বেচ্ছাসেবক দলনেতা লিটু
Image
মেধাবী খুদে ক্রিকেটার রিয়ানের পাশে বরিশাল জেলা প্রশাসক
Image
এনএসসি মনোনীত নতুন বিসিবি পরিচালক হচ্ছেন রুবাবা দৌলা
Image
পদার্থে নোবেল পেলেন মার্কিন তিন বিজ্ঞানী