Current Bangladesh Time
শুক্রবার এপ্রিল ২৬, ২০২৪ ২:৫৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আইজিপির প্রশংসায় ফেসবুকে সরব পুলিশ সদস্যরা 
Tuesday December 14, 2021 , 12:42 am
Print this E-mail this

মাদক ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়ার রূপকার তিনি

আইজিপির প্রশংসায় ফেসবুকে সরব পুলিশ সদস্যরা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের পক্ষে পুলিশ সদস্যরা প্রশংসাসূচক বাক্য যুক্ত করে ফেসবুকে একই ধরনের পোস্ট শেয়ার করছেন। এসব পোস্টে লেখা রয়েছে, ‘আওয়ার আইকন আওয়ার প্রাইড’।  বলা হচ্ছে, আইজিপি দেশমাতৃকার শ্রেষ্ঠ এক সন্তান। মাদক ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়ার রূপকার তিনি। সোমবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে ফেসবুকে আইজিপির পক্ষে পুলিশ সদস্যরা পোস্ট দিতে শুরু করেন। পুলিশ সদস্যদের শেয়ার করা একটি পোস্টে লেখা হয়েছে, ‘ওয়ান অব আওয়ার গ্রেটেস্ট সন অব সয়েল’। তার নিচে লেখা, ‘দ্য কমান্ডার বিহাইন্ড সাসটেইনেবল সিকিউরিটি’। এ ছাড়া ছবিসহ একটি পোস্টে পুলিশের মহাপরিদর্শককে র‍্যাব মহাপরিচালকের পোশাকে দেখা যায়। কোনো একটি অভিযানের সময় তোলা ওই ছবির নিচে লেখা, ‘দ্য ম্যান বিহাইন্ড দ্য প্রোগ্রেস অব ড্রাগ, মিলিট্যান্সি অ্যান্ড এক্সট্রিমিজম ফ্রি বিলাভেড বাংলাদেশ’। এর সঙ্গে সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন খবরের অংশবিশেষ জুড়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) মো. কামরুজ্জামান গণমাধ্যমকে বলেন, ‘ভালোবাসার জায়গা থেকে পোস্ট দেওয়া। উন্নয়নের মহাসড়কে জোরেশোরে ছোটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আইজিপি স্যারকে বেছে নিয়েছেন। বিগত কয়েক বছরে সবচেয়ে বড় বিনিয়োগ এসেছে যুক্তরাষ্ট্র থেকে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না হলে এই বিনিয়োগ আসত না।’ তিনি আরও বলেন, ‘মার্কিনরা জঙ্গিবাদ প্রতিরোধকে সবচেয়ে গুরুত্ব দেন। পুলিশ মহাপরিদর্শকের নেতৃত্বে এই মাদক ও জঙ্গিবাদবিরোধী যে অভিযান চলছে, তা সব জায়গায় প্রশংসিত হচ্ছে।’  গত ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মার্কিন পররাষ্ট্র দপ্তর ও রাজস্ব দপ্তর আলাদা বিবৃতিতে আইজিপি ও র‍্যাবের মহাপরিচালকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাত সদস্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে। নিষেধাজ্ঞার আওতায় আসা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন-র‍্যাবের সাবেক মহাপরিচালক বর্তমান আইজিপি বেনজীর আহমেদ, র‍্যাবের বর্তমান মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) খান মোহাম্মদ আজাদ, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) তোফায়েল মোস্তাফা সরোয়ার, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) মো. জাহাঙ্গীর আলম, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) মো. আনোয়ার লতিফ খান ও র‍্যাব-৭–এর সাবেক অধিনায়ক মিফতাহ উদ্দীন আহমেদ।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ