Current Bangladesh Time
বৃহস্পতিবার মে ১৬, ২০২৪ ৭:৫৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছি : ধর্ম প্রতিমন্ত্রী 
Tuesday October 12, 2021 , 4:48 pm
Print this E-mail this

ধর্ম প্রতিমন্ত্রী নির্মাণাধীন বরিশাল বিভাগীয় মডেল মসজিদ পরিদর্শন

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছি : ধর্ম প্রতিমন্ত্রী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ধর্ম প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান বলেছেন, বাংলাদেশের সংবিধানে অসাম্প্রদায়িক দেশের কথা বলা হয়েছে। আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছি। আমরা যে যে ধর্মের মানুষই হইনা কেনো, আমাদের কতিপয় দায়িত্ব-কর্তব্য রয়েছে। আমরা সমাজবদ্ধভাবে সামাজিক জীব হিসেবে দেশের উন্নয়নে একসঙ্গে কাজ করতে চাই। মঙ্গলবার (অক্টোবর ১২) বেলা ১১টার দিকে বরিশাল নগরীর কাশিপুর ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন-ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব একেএম আবদুল আউয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো: রফিকুল ইসলাম, ধর্মীয় সম্প্রতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্প পরিচালক মো: আবদুল্লাহ আল শাহীন, বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো: শাহজাহান হোসেন প্রমুখ। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো: আলম হোসেন। অনুষ্ঠানে বরিশাল বায়তুল মোকাররম মসজিদের ইমাম মাওলানা মো: শামসুল আলম, বরিশাল হিন্দুধর্মী কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি সুরঞ্জিত দত্ত লিটু, বরিশাল উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লিন্টু আন্দ্রীয় হালদারসহ বিভিন্ন ধর্মের নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে ধর্ম প্রতিমন্ত্রী নির্মাণাধীন বরিশাল বিভাগীয় মডেল মসজিদ পরিদর্শন করেন।




Archives
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস
Image
বরগুনার বেতাগীতে স্পর্শ করলেই অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা!
Image
নতুন করে আস্থার সম্পর্ক গড়তেই এ সফর : ডোনাল্ড লু