Current Bangladesh Time
রবিবার মে ১৯, ২০২৪ ৭:২২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » অভ্যন্তরীণ কোন্দলে বরিশালে ছাত্রদলের দু’গ্রুপে সংঘর্ষ! 
Thursday July 16, 2020 , 10:14 am
Print this E-mail this

সিনিয়র-জুনিয়রদের মধ্যে একটু সমস্যা হয়েছিল, তাই হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে

অভ্যন্তরীণ কোন্দলে বরিশালে ছাত্রদলের দু’গ্রুপে সংঘর্ষ!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল জেলা ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে নগরীর সদর রোড বিএনপির দলীয় কার্যালয় সংলগ্ন এলকায় এ মারামারির ঘটনা ঘটে। জেলা ছাত্রদলের একাধিক নেতা জানান, জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজ আলম মিঠুর সঙ্গে জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তারেক আল ইমরান ও সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ির মধ্যে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলছে। সভাপতি মাহফুজ আলম মিঠুর সঙ্গে জেলা ছাত্রদলের বৃহৎ একটি অংশ রয়েছে। অন্যদিকে জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তারেক আল ইমরান ও সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ির পক্ষে রয়েছেন কিছু সংখ্যক নেতাকর্মী। বৃহস্পতিবার বিকেলে বিএনপির দলীয় কার্যালয়ে মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি প্রয়াত মশিউল আলম সেন্টুর স্মরণে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজ আলম মিঠু, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তারেক আল ইমরান ও সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়িসহ তাদের অনুসারীরা অংশ নেন। দোয়া মোনাজাত শেষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় কথা কাটাকাটির জের ধরে সভাপতি মাহফুজ আলম মিঠুর অনুসারীদের সঙ্গে জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তারেক আল ইমরান ও সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ির অনুসারীদের মধ্যে মারামারি শুরু হয়। সেই সঙ্গে সভাপতি মাহফুজ আলম মিঠুর পক্ষের রাহাত, কাদের, তপু ও রাজিবসহ অন্যরা অপর পক্ষের ওপর চড়াও হন। একে-অপরকে কিল-ঘুষি মারতে থাকেন। অন্যদিকে, সিনিয়র সহ-সভাপতি তারেক আল ইমরান ও সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ির অনুসারী ইমরান, রেদওয়ান ও রাজিব ওরফে ছোট রাজিবসহ অন্যরা প্রতিহত করেন। একপর্যায়ে ধস্তাধস্তি শুরু হয়। পরে বিএনপি নেতারা এগিয়ে এসে দুই পক্ষকে নিয়ন্ত্রণে আনেন। পরিস্থিতি স্বাভাবিক হলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়। জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তারেক আল ইমরান বলেন, মিছিলে অনেক নেতাকর্মী অংশ নেয়ায় ধাক্কাধাক্কি হয়েছে। মারামারির কোনো ঘটনা আমার জানা নেই। জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজ আলম মিঠু বলেন, সিনিয়র-জুনিয়রদের মধ্যে একটু সমস্যা হয়েছিল। তাই হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। তবে ওই মিছিলে আমি ছিলাম না। তাই এর বেশি কিছু বলতে পারছি না।




Archives
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস